Connect with us
ফুটবল

মেসিদের বিশ্বকাপ জেতানো কোচের বিদায়ের ইঙ্গিত

মেসিদের বিশ্বকাপ জেতানো কোচের বিদায়ের ইঙ্গিত

চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে স্কালোনির শিষ্যরা। এমন ঘটনায় সারা বিশ্বের আর্জেন্টাইন সমর্থকরা উচ্ছ্বাসিত হবেন স্বাভাবিক। তবে দিনটা পুরোপুরি মধুর ছিল না আর্জেন্টাইন সমর্থকদের জন্য। ম্যাচের আগে বাধে স্বাগতিকদের সাথে সংঘর্ষ। এরই মাঝে ম্যাচ শেষে কোচ স্কালোনি গণমাধ্যমকে দিলেন নতুন বার্তা।

বুধবার (২২ নভেম্বর) ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো ম্যাচ। ব্রাজিলকে তাদের ঘরের মাটিতে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট বাগিয়ে নেয় আলবিসেলেস্তেরা। তবে এমন ম্যাচ শেষে ডাগআউট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে রাখালেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ স্ক্যালোনি।

ম্যাচ শেষে কোচ স্কালোনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘ভবিষ্যতে আমি কী করতে যাচ্ছি সে বিষয়ে আমাকে ভাবতে হবে। আপনাকে পুরোদমে চায় এই দল, আপনার সর্বোচ্চ শক্তি থাকতে হবে। এখন জাতীয় দলের এমন একজনকে দরকার যার সমস্ত শক্তি আছে।’

স্কালোনির এমন মন্তব্য স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার সমর্থকদের জন্য উদ্বেগের। তবে এখনই তিনি বিদায় নিচ্ছেন না বলেও নিশ্চিত করে তিনি বলেন, ‘এটা বিদায় নয়, তবে আমাদের লক্ষ্যমাত্রা বেশ উঁচু।

স্কালোনির হাত ধরেই আটাশ বছর পর শিরোপা খরা কাটিয়েছে আলবিসেলেস্তারা। তার অধীনে ২০২১ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। এমন একজন কোচের বিদায়ের ইঙ্গিত অবশ্যই ভক্ত সমর্থকদের জন্য উৎকণ্ঠার কারণ হবে।

আরও পড়ুন: ব্রাজিলকে হারানোর ম্যাচে কি ঘটেছিল মাঠে, জানালেন মেসি

ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল