Connect with us
ফুটবল

তবে কি প্লে-অফ খেলে বিশ্বকাপে যেতে হবে ব্রাজিলকে?

তবে কি প্লে-অফ খেলে বিশ্বকাপে যেতে হবে ব্রাজিলকে?

গেল কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। ২০২৬ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচেও নিজেদের খুঁজে ফিরছে সেলেসাওরা। আজ ঘরের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে খেলেও পরাজয় বরণ করতে হয় মারকুইনহোস-রদ্রিগোদের।

বুধবার (২২ নভেম্বর) মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে বসে ব্রাজিল। আলবিসেলেস্তেদের হয়ে এই ম্যাচে একমাত্র জয় সূচক গোলটি করেন নিকোলাস ওতামেন্দি। এতে করে লাতিন আমেরিকা অঞ্চলে বাছাই পর্বের পয়েন্ট তালিকায় ছয়ে নেমে এসেছে সেলেসাওরা।

বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে বলিভিয়া ও পেরুকে হারিয়ে ভালো শুরু করেছিল ব্রাজিল। নিজেদের খেলা তিন ম্যাচে দুটি জয় এবং একটি ড্র ছিল তাদের নামের পাশে। তবে এরপর শুরু হয় পরাজয়ের ধারা। শেষ তিন ম্যাচে টানা হেরেছে ব্রাজিল। অপরদিকে অন্যান্য দল ম্যাচ জিতে ব্যবধান বাড়িয়ে নিচ্ছে তাদের থেকে।

গেল মাসে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ হারে ব্রাজিল। চলতি মাসেও কলম্বিয়ার সাথে পরাজয় বরণ করতে হয় সেলেসাওদের। আজ ঘরের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ হেরে বসল তারা। এতে করে ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থা রয়েছে ব্রাজিল।

আগেই জানা গিয়েছিল লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে সেরা ৬ দল সরাসরি নাম লেখাবে আসন্ন ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলের সুযোগ থাকবে প্লে অফ খেলে বিশ্বকাপে আসার। ব্রাজিল যদি জয়ের ধারায় ফিরতে না পারে, অবশ্যই সেটা তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।

তবে এখনই কপালে চিন্তার ভাঁজ ফেলতে চাইবে না ব্রাজিল ফুটবলাররা। কেননা বাছাই পর্বে এখনো প্রতিটি দলের ১২ টি করে ম্যাচ বাকি। তাই শেষ পর্যন্ত যা কিছুই হতে পারে। ব্রাজিল চাইবে পরবর্তী ম্যাচগুলো জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে।

তবে তার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ। ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে হবে আগামী বছরের ৫ সেপ্টেম্বর। বর্তমানে ছয় ম্যাচের ৫ টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে।

আরও পড়ুন: মেসিদের বিশ্বকাপ জেতানো কোচের বিদায়ের ইঙ্গিত

ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল