Connect with us
ফুটবল

উড়তে থাকা ফ্রান্সকে মাটিতে নামাল গ্রিস

ফ্রান্স বনাম গ্রিস
ফ্রান্স বনাম গ্রিস। ছবি- সংগৃহীত

ইউরোপের সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল আসর ইউরোর বাছাই পর্বে ম্যাচের পর ম্যাচ জিতে যেন উড়ছিল ফ্রান্স। উড়তে থাকা ফ্রান্সকে এবার মাটিতে নামাল গ্রিস। টানা সাত জয়ের পর থামল ফরাসি জয়রথ।

তবে হারেনি দিদিয়ের দেশমের দল। ২০২৪ ইউরো বাছাই পর্বে গ্রিসের মাটিতে ম্যাচটি ২-২ গোলে ড্র করে ফ্রান্স।

বুধবার রাতে গ্রিসের সোফিয়া স্টেডিয়ামে থমকে দাঁড়ায় ফরাসি শিবির। শুরুতে গোল করে এগিয়ে গেলেও পরপর দুটি গোল খেয়ে বসে দেমবেলেরা। ম্যাচের শেষদিকে গোল করে হার এড়ায় ফ্রান্স। এদিন ফরাসি শিবিরে ছিলেন না দেশটির সেরা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের প্রথমার্ধ্বে গোল করে এগিয়ে যায় ফান্স। ৪২তম মিনিটে কোলো মুয়ানির পা থেকে প্রথম সফলতা পায় দেশম স্কোয়াড। তবে ফরাসিদের চমকে দিয়ে ৫৬ মিনিটে গোল করে সমতায় ফেরে গ্রিস। শুধু তাই নয়, ফ্রান্স শিবিরকে টেক্কা দিয়ে ম্যাচের ৬১ মিনিটে লিড নেয় গ্রিস। গোল দুটি করেন গ্রিসের বাকাসেটাস ও ফটিস।

আর এতেই ফরাসিদের জয়রথ থামিয়ে উল্টো জয়ের স্বপ্ন দেখা গ্রিসের স্বপ্নভঙ্গ করেন ইউসুফ ফোফানা। ম্যাচের ৭৪ মিনিটে গোল করে স্কোরশিটে ২-২ করে ফরাসিদের মান বাচান ফোফানা।

অথচ এর আগের ম্যাচেই ১৪ গোল করে জিব্রাল্টারকে।স্রেফ উড়িয়ে দিয়েছিল দেশমবাহিনী। এবার মুদ্রার উল্টো পিঠও দেখল তারা। শেষ ম্যাচ ড্র হলেও অপরাজিত থেকেই বাছাইপর্ব শেষ করেছে ফ্রান্স।

বাছাই পর্বে বি গ্রুপে ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্র করে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ফ্রান্স। সমান ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নেদারল্যান্ডস, আর ৪ জয় ও ১ ড্রতে টেবিলের তিনে আছে গ্রিস।

আরও পড়ুন: ব্রাজিলকে হারানোর ম্যাচে কি ঘটেছিল মাঠে, জানালেন মেসি

ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল