Connect with us
ক্রিকেট

তামিমের পর কে হবেন নতুন টাইগার অধিনায়ক?

সাকিব, লিটন ও মিরাজ
নতুন অধিনায়ক হিসেবে আলোচনায় আছেন মিরাজ, লিটন ও সাকিব। ছবি- গুগল

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে তামিম ইকবাল এখন সাবেক অধিনায়ক। গতকাল বৃহস্পতিবার সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় অধিনায়কত্ব ও এশিয়া কাপ থেকে সড়ে যাওয়ার সংবাদ দিয়েছেন তিনি।

তামিমের অবর্তমানে দেশের অধিনায়কত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত লিটন কুমার দাস। তবে, সেটি ছিলো শুধু এক সিরিজের জন্য।

যেহেতু, দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ ও বিশ্বকাপের দামামা। সেহেতু, ভেবেচিন্তেই এই ফরম্যাটে অধিনায়ক দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল অবশ্য বিসিবি প্রেসিডেন্ট জানিয়েছেন একটু সময় চান তিনি। কথা বলতে চান সম্ভাব্য কয়েকজনার সাথে।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা তো এমন কাউকে ক্যাপ্টেন করব না যাতে দলের মধ্যে সমস্যা হতে পারে ।সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে এমন একজনকেই আমরা ক্যাপ্টেন বানাবো।’

তালিকায় শান্ত, মিরাজ, লিটনসহ অনেকের নাম ভাবা হলেও অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন দলের সবথেকে অভিজ্ঞ সাকিব আল হাসান। অভিজ্ঞতা, পারফরমেন্স এবং গ্রহণযোগ্যতার বিবেচনায় সাকিবই একমাত্র ভরসা। তবে গুঞ্জন রয়েছে অধিনায়কত্বে আগ্রহ নেই তার। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে লিটনেও ভরসা পাচ্ছে না ক্রিকেট বোর্ড। অধিনায়কত্বে অভিজ্ঞতা রয়েছে মেহেদী হাসান মিরাজের এবং নাজমুল হাসান শান্তেরও। তবে বড় মঞ্চে তাদের উপর ভরসা রাখা ঠিক হবে কি না সে বিষয়েও রয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের দ্বিমত। তবে সাবেকরা অনেকেই ভরসা রাখতে চান সাকিব আল হাসানের উপরেই।

ধারণা করা হচ্ছে, আগামী ৫-৭ দিনের মধ্যেই আসতে পারে অধিনায়কত্বের ঘোষণা অথবা এশিয়া কাপের দল ঘোষনার সাথে সাথেও জানা যেতে পারে নতুন অধিনায়কের নাম।

আরও পড়ুন: জোড়া গোলে রাজকীয় প্রত্যাবর্তন নেইমারের 

ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট