Connect with us
ক্রিকেট

অধিনায়কত্ব ছাড়লেন তামিম, খেলবেন না এশিয়া কাপ

TAMIM IQBAL RTR
বিসিবি সভাপতি পাপনের বাসভবনে ঢোকার আগে ও বাসভবন থেকে বের হওয়ার পর তামিম ইকবাল।

লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর তামিম ইকবালের কথায় যে গুঞ্জন শুরু হয়েছিল, তা অবশেষে সত্যি হলো। সেনাপতির পদ থেকে ইস্তফা দিলেন তামিম ইকবাল। ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম। সেই সঙ্গে জানিয়েছেন, খেলছেন না এশিয়া কাপেও।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন টাইগার ওপেনার তামিম।

পাপনের বাসভবন থেকে বের হয়ে তামিম জানান, দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে নেতৃত্ব ছাড়ার পর এশিয়া কাপে খেলছেন না বলেও নিশ্চিত করেছেন তামিম। আগস্টের শেষে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসরে খেলতে পারবেন না তামিম।

জালাল ইউনুস চৌধুরী জানিয়েছেন, এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে ঠিকই দেখা যাবে তামিমকে। লন্ডন থেকে ইনজেকশন নিয়ে আসায় তিনি সাম্প্রতিক সময়ে চোটে আছেন। টিম ম্যানেজমেন্ট আশা করছে বিশ্বকাপের আগে পুরো ফিট ফিরবেন দেশসেরা এ অলরাউন্ডার।

আরও পড়ুন: ইয়ো ইয়ো টেস্টে সেরা শান্ত, ফিটনেসে ব্যর্থ মাহমুদউল্লাহ

ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট