Connect with us
প্লেয়ার্স বায়োগ্রাফি

বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ কে এই ডেভিড হ্যাম্প?

crifo hemp
বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প। ছবি- ক্রিকইনফো

আগামী মার্চ মাসে বাংলাদেশ দল ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে। এই সিরিজের আগে বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন নতুন দুজন। এদের মধ্যে ব্যাটিং কোচ হিসেবে স্থায়ী মেয়াদে দায়িত্ব পেয়েছেন ডেভিড হ্যাম্প। আর তাসকিন-মুস্তাফিজদের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন আন্দ্রে অ্যাডামস। এখন কথা হলো- কে এই ডেভিড হ্যাম্প?

জাতীয় দলে নিয়োগ পাওয়ার শিরোনামে এলেও গত বছরের মে মাস থেকে বাংলাদেশের ক্রিকেটে কাজ করছেন হ্যাম্প। প্রায় নয় মাস ধরে তিনি বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ ছিলেন। আগামী ২০২৫ সালের জুন পর্যন্ত এইচপি টিমের সঙ্গে চুক্তি ছিল হ্যাম্পের।

কোন দেশের ক্রিকেটার এই ডেভিড হ্যাম্প?

বিশ্ব ক্রিকেটে খুবই কম পরিচিত এই ডেভিড হ্যাম্প। তিনি বড় কোনো দেশের ক্রিকেটার নন। বারমুডার হয়ে ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। জাতীয় দলে ভালো করতে না পারলেও ইংলিশ কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগন ও ওয়ারউইকশায়ারের হয়ে বেশ আলো ছড়িয়েছেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার স্বপ্নও দেখেছিলেন একটা সময়। ইংল্যান্ড দলে কখনও জায়গা করে নিতে পারেননি।

কেমন ছিল ডেভিড হ্যাম্পের ক্যারিয়ার?

বারমুডার হয়ে ২২টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে হ্যাম্পের। খেলেছেন ২০০৭ ওয়ানডে বিশ্বকাপেও। বারমুডার হয়ে ব্যাট হাতে ৩৩ গড়ে রান করেছেন ৬৪১। একটি সেঞ্চুরি আর চারটি ফিফটি আছে তার।

অন্যদিকে আড়াই শতাধিক প্রথম শ্রেণির ম্যাচে ব্যাট হাতে দেখা গেছে তাকে। ১৫ হাজারের বেশি রান করেছেন তিনি। ৩০টি শতকের পাশাপাশি আছে ৮৬টি ফিফটি। অপরাজিত ২৪৭ তার সর্বোচ্চ রানের ইনিংস।

হ্যাম্পের কোচিং ক্যারিয়ার কেমন?

ক্রিকেটার জীবনের অধ্যায় শেষ করে কোচিং শুরু করেন বারমুডার এই ব্যাটার। শুরুতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের টিম মেলবোর্ন স্টার্স ও নারীদের ক্লাব ভিক্টোরিয়ার ক্রিকেটারদের কোচিং করেন। গত ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। আর গত বছর থেকে তিনি আছেন বিসিবির এইচপি ইউনিটে। কোচিং ক্যাটাগরির ইউকে-কোয়ালিফাইড লেভেল ফোর পেয়েছেন এই হ্যাম্প।

আরও পড়ুন: হালান্ডের ৫ গোলে বড় জয় নিয়েই শেষ আটে ম্যানসিটি

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in প্লেয়ার্স বায়োগ্রাফি