Connect with us
ফুটবল

হালান্ডের ৫ গোলে বড় জয় নিয়েই শেষ আটে ম্যানসিটি

Haland five goals against Lutol Town
হালান্ডের গোল উদযাপন। ছবি- সংগৃহীত

আর্লিং হালান্ডের হাত ধরে আরো একটি বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এদিন ম্যাচে লুটন টাউনকে ৬-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সিটিজেনরা। দলের বড় জয়ের রাতে একাই পাঁচ গোল করেন নরওয়েজিয়ান তারকা হালান্ড।

গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লুটন টাউনের ঘরের মাঠে তাদের বিপক্ষে মাঠে নামে ম্যানসিটি। আর্লিং হালান্ড ছাড়াও এই ম্যাচে আরেক গোল করেছেন মাতেও কোভাকিচ। হলান্ডের পাঁচ গোলের চারটিতেই সহায়তা করেছেন কেভিন ডি ব্রুইনা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই এগিয়ে যায় সিটি। বক্সের বাঁ দিক থেকে কেভিন ডি ব্রুইনার বাড়িয়ে দেয়া বল পেয়ে দারুণ শটে গোল করেন এই হালান্ড। এরপর ম্যাচের ১৮তম মিনিটেই ব্যবধান বাড়ান এই স্ট্রাইকার। মাঝমাঠ থেকে ডি ব্রুইনার বাড়িয়ে দেয়া বল নিয়ে একাই এগিয়ে যায় হালান্ড।

বক্সের কাছাকাছি গিয়ে বুদ্ধিদীপ্ত শটে গোলকিপারের দু’পায়ের মাঝ দিয়ে বল জালে জড়ান তিনি। ম্যাচের ৪০ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূরণ করেছেন হালান্ড। তৃতীয় গোলটিও তিনি করেছেন একক প্রচেষ্টায়। মাঝ মাঠ থেকে একাই বল নিয়ে ছুটে গিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

এরই মাঝে সুযোগ পেলেই আক্রমণে ওঠার চেষ্টা করে লুটন। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে লুটন টাউনের হয়ে প্রথম গোল করেন জর্ডার্ন ক্লার্ক। বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে দলের হয়ে আরও একটি গোল পরিশোধ করেন ক্লার্ক।

এর তিন বাদেই নিজের চতুর্থ গোল করেন আর্লিং হালান্ড। বক্সের মধ্যে বার্নার্ডো সিলভার বাড়ান বল জালে রাখেন তিনি। ঠিক পরের তিন মিনিট বাদেই নিজের পঞ্চম গোল পেয়ে জান এই স্ট্রাইকার। ম্যাচের ৭২ মিনিটে বক্সের বাইরে থেকে মাতেও কোভাকিচের জোড়াল শটে লুটনের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ম্যানসিটি।

এতে করে লুটন টাউনকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পৌছে যায় পেপ গার্দিওলার শিষ্যরা।

আরও পড়ুন: সাকিব-তামিমের আরেকটি জমজমাট ম্যাচের অপেক্ষায় বিপিএল

ক্রিফোস্পোর্টস/২৮ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল