Connect with us
ফুটবল

ফিফা উইন্ডোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা কারা?

Brazil's opponents in the FIFA
ব্রাজিল ফুটবল দল। ছবি- সংগৃহীত

চূড়ান্ত হয়েছে ফিফা উইন্ডো। আর এই ফিফা উইন্ডোতে নিজেদের প্রতিপক্ষও নির্বাচন করেছে ব্রাজিল। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ডে ও স্পেন। আগামী বছরের মার্চেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে।

বিশ্ব ফুটবল মানেই ব্রাজিলের নাম থাকবে উপরের সারিতে।তবে সাম্প্রতিক সময়ে খুব বাজে সময় পার করছে পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে অনেকটাই ছন্দপতন হয়েছে দলটির। আর ২০২৪ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতেও ভালো ফলাফল আসছে না। তবে শীঘ্রই হয়তো পুরনো রূপে ফিরে আসবে সেলেসাওরা।

এরই মধ্যে চূড়ান্ত হয়েছে ফিফা উইন্ডো। আসন্ন ফিফা উইন্ডোতে ২০২৪ সালের মার্চে ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ইংল্যান্ডের ঘরের মাঠ ওয়েম্বলিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। সোমবার (৬ নভেম্বর) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এই তথ্য নিশ্চিত করে।

সিবিএফ এর তথ্যানুসারে, ফিফা উইন্ডোতে ইংল্যান্ডের পাশাপাশি স্পেনের বিপক্ষেও মাঠে নামবে সেলেসাওরা।

সর্বশেষ ২০১৭ সালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। আর স্পেনের বিপক্ষে সর্বশেষ মুখোমুখি হয়েছিল  ২০১৩ সালে ফিফা কনফেডারেশন কাপের ফাইনালে যেখানে ব্রাজিল ৩-০ গোলে জয় পেয়েছিল।

আরও পড়ুন: বাদ পড়ার ৪ বছর পর অবসর ঘোষণা বিশ্বকাপজয়ী তারকার

ক্রিফোস্পোর্টস/০৬নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল