Connect with us
ক্রিকেট

বাবরকে নিয়ে যা বললেন মিসবাহ-উল-হক

মিসবাহ ও বাবর। ছবি- গুগল

পাকিস্তান ক্রিকেট দলের তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করছেন বাবর আজম। কিন্তু বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার বাবরের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

তিনি দাবি করেন, একটি পক্ষ বাবরের অবস্থান নড়বড়ে করে দিতে প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে।

দেশটির সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিসবাহ বলেন, ‘আমি কিন্তু সবসময় অধিকাংশ ম্যাচ দেখি। আমি যা দেখছি, তা হলো দলে বাবর আজমের অবস্থান দুর্বল করার চেষ্টা চলছে। দেখুন তাকে কেমম প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। এগুলো দেখলেই বোঝা যায় অধিনায়ক হিসেবে তাকে দুর্বল করার অপচেষ্টা চলছে।’

এদিকে বাবরকে এভাবে চাপে ফেললে পাকিস্তান ক্রিকেটেরই অনেক বেশি ক্ষতি হবে বলে মনে করেন মিসবাহ।

তিনি বলেন, আমার ভয়, এর খুব খারাপ একটা প্রভাব পড়বে ড্রেসিংরুমে। যদি আপনি কাউকে এভাবে চাপে রাখেন, তাহলে দলেরই ক্ষতি হবে। পাকিস্তান ক্রিকেটের জন্য এটা কিন্তু ভালো কিছু নয়।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট