Connect with us
ফুটবল

চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিলো চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

US vs SWEDEN
বিদায়ের বাঁশিতে মার্কিন নারীদের চোখে জল, কোয়ার্টারে উঠে উল্লাসিত সুইডিশ নারীরা (ছবি সিএনএন)

নারী বিশ্বকাপে সবথেকে সফল দল যুক্তরাষ্ট্রের নির্মম বিদায় দেখলো বিশ্ববাসী। ফেবারিট তকমা গায়ে নিয়ে বিশ্বকাপ খেলতে আসা ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ট্রাইব্রেকারে খেই হারালো সুইডেনের কাছে।

গত রবিবার শেষ আটে ওঠার লড়াইয়ে যুক্তরাষ্ট্র সুইডেনের ম্যাচ নিয়ে পূর্বে থেকেই উত্তাপ ছড়িয়েছিলো ফুটবল দুনিয়ায়। বিশ্বমানের ফুটবলার নিয়েও সুইডিশ গোলকিপারকে পরাস্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র।

ম্যাচের পুরোটা সময় যুক্তরাষ্ট্রের দাপট থাকলেও তারা বার বার পরাস্ত হয়েছে সুইডিস গোলরক্ষক জেসিরা মুসোভিচের কাছে। আশ্চর্যজনক ভাবে, পুরো ম্যাচে ২২ বার সুইডেনের গোলবারে শট নেয় যুক্তরাষ্ট্র। তবে, একবারের জন্যও সফল হতে পারেনি দলটি।

পরে, নির্ধারিত সময়ে কোনো দল কোনো গোল না করতে পারায় ম্যাচ গড়ায় নাটকীয় ট্রাইবেকারে। ট্রাইবেকারের প্রথম পাঁচটি শট গোল হলেও এর পরেই শুরু হয় গোল মিসের মহড়া।

প্রথম মিস করে সুইডেন, তাদের তৃতীয় শটটা চলে যায় গোলবারের উপর দিয়ে। ঠিক তার পরের শটটিও মিস করে বসে যুক্তরাষ্ট্র।

পরবর্তীতে, সুইডেনের চতুর্থ শট আটিকিয়ে দেয় যুক্তরাষ্ট্রের গোলকিপার অ্যালিসা। ক্ষনিকের জন্য যুক্তরাষ্ট্র শিবিরে স্বস্তি আসলেও পঞ্চম শটটাও মিস করে যুক্তরাষ্ট্রের সোফিয়া স্মিথ। পরবর্তী শটে গোল দিয়ে আবার সমতায় ফিরে সুইডিশরা।

পরবর্তীতে, ট্রাইবেকারে সাডেন ডেথে গিয়ে শুরু হয় আরও নাটকীয়তা। প্রথম শটে গোল পায় দুই দলই। সপ্তম শটে এসে ডান পাশের বারে বল লাগায় মার্কিন কেলি ওহারা।

গোল দিলেই জিতবে সুইডেন এমন সমীকরণ সামনে নিয়ে শট নিতে যান সুইডিশ খেলোয়াড় লিনা হারটিগ। শটটি প্রায় ফিরিয়েই দিয়েছিলো মার্কিন গোলরক্ষক। তবে বল তার হাতে লেগে পুনরায় গোলের দিকে এগিয়ে যায়। যুক্তরাষ্ট্রের গোলরক্ষক পরবর্তী প্রচেষ্টায় ফিরিয়ে দেন বলটি। কিন্তু! কিন্তু হলো না!

দ্বিতীয়বারের চেষ্টার আগেই সুতোর ব্যবধানে গোললাইন অতিক্রম করে ফেলে বল। অতঃপর ভিএআর ও গোললাইন টেকনোলজির সাহায্য নিয়ে রেফারি ফ্রাপার গোলের বাঁশি বাজিয়ে দেন।

গোল নিশ্চিত হওয়ার সাথেই সাথেই দৌড়ে উদযাপন শুরু করে সুইডিশরা আর এদিকে কান্নায় মাটিয়ে লুটিয়ে পরে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালের আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ইতিহাস এটাই প্রথম যুক্তরাষ্ট্রের।

আরও পড়ুন: ৩ দিনের জন্য বিশ্বকাপ ট্রফি এলো বাংলাদেশে, টিকিট ছাড়াই তোলা যাবে ছবি

ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৩/এজে/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল