Connect with us
ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও অনিশ্চিত তাসকিন!

তাসকিন আহমেদ। ছবি- সংগৃহীত

বিশ্বকাপে বাংলাদেশ দলের কিছুই যেন ঠিক মত হচ্ছে না। ব্যাটারদের ব্যাটে রান নেই, বোলাররাও সেভাবে নিজেদের জাত চেনাতে পারছেন না, সাকিব-হাথুরুর মধ্যে দূরত্বের গুঞ্জনের মধ্যে নতুন করে চিন্তার ভাঁজ তাসকিন আহমেদের কাঁধের ইনজুরি। এমনটা হলে ভারতের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলা হবে না বাংলাদেশের এই গতি তারকার।

ভারতের বিপক্ষে ইনজুরির জন্য খেলতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ড ম্যাচে পাওয়া চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও এখনো অনিশ্চিত টাইগার ক্যাপ্টেন। এর মধ্যে নতুন করে দুঃসংবাদ কাঁধের পুরোনো চোট আবার ফিরে আসায় আফ্রিকার বিপক্ষে তাসকিন আহমেদের খেলাও অনিশ্চিত।

এর আগে পুনেতে তাসকিনের কাঁধের স্ক্যান করানো হয়। তবে তার রিপোর্ট সম্পর্কে বিসিবি বা টিম ম্যানেজমেন্ট থেকে কিছুই জানানো হয়নি। যেমনটা তারা সাকিবের বেলায়ও করেছিল। তাই তাসকিনের কাঁধের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

বিশ্বকাপের শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আবারও কাঁধে চোট পেয়ে বসেন তাসকিন। সে ম্যাচে পরে আর ৬ ওভারের বেশি বল করা হয়নি তার। তার পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও ৬ ওভার এবং কিউইদের বিপক্ষে ৮ ওভার বোলিং করেন তিনি। এই চোটের কারণে কোনো বারই নিজ কোটার পুরো ১০ ওভার পূরণ করতে পারেননি তাসকিন। ভারতের বিপক্ষে তো তাকে একাদশেই রাখা হয়নি।

বিশেষ সূত্রে জানা যায়, পরিস্থিতি বিবেচনায় তাসকিনের কাঁধের অপারেশন করা হলে তাকে দেড়-দুই মাস মাঠের বাইরে থাকতে হবে। বিশ্বকাপ বিবেচনায় বিসিবি এখন এমন সিদ্ধান্ত নেবে না। আর স্ক্যান রিপোর্টে যদি খারাপ কিছু ধরা পড়ে তাহলে হয়তো তাসকিন আহমেদের এবারের বিশ্বকাপ স্বপ্ন এখানেই শেষ! তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা।

বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ২৪ অক্টোবর (মঙ্গলবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

আরও পড়ুন: চেনা রূপে ফিরছে অস্ট্রেলিয়া, পাকিস্তানের টানা দুই হার

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট