Connect with us
ক্রিকেট

শিরোপা হারানোর দুঃখ নিয়েই আজ আবার অস্ট্রেলিয়ার সামনে ভারত

ঠিক ৪দিন আগে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ভারতকে রীতিমত স্তব্ধ করে আহমেদাবাদে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয় করে অস্ট্রেলিয়া। তবে শিরোপা জয়ের ঘোর না কাটতেই আজ পুনরায় মাঠে নামছে ফাইনালের দুইদল।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভারতের বিশাখাপত্নমে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে বিশ্বকাপের এই দুই ফাইনালিস্ট। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিশ্বকাপের পর ভারত থেকে যায় অস্ট্রেলিয়া দলের একাংশ। ফাইনালে ভারতকে ধসিয়ে দেওয়া ট্র্যাভিস হেডও থাকছেন সেই দলে।

দীর্ঘ দেড় মাসব্যাপী চলা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসরে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছিল ভারত। তাই ভক্ত সমর্থকরাও আশায় বুক বেঁধেছিলেন নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের। ভারতের মত উৎসবমুখর দেশে সমর্থকরা প্রস্তুতই ছিল গোটা দেশ জুড়ে শিরোপা উল্লাস করার।

তবে ভারতের কোটি সমর্থককে হতাশায় ডুবিয়ে সেদিন ৬ উইকেটের জয় তুলে নেয় অজিরা। বিশ্বকাপ হারের দুঃখ কাটিয়ে উঠার আগেই ফের সেই অস্ট্রেলিয়া দল ভারতের মাটিতেই নামবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ভারতের কাছেও সুযোগ থাকছে ফাইনাল হারের প্রতিশোধ নেয়ার।

তবে বিশ্বকাপে খেলা মূল খেলোয়াড়দের বেশিরভাগকে বিশ্রামে রাখছে দু’দল। বিশ্বকাপে খেলা মাত্র তিন জন ভারতীয় খেলোয়াড় সূর্যকুমার যাদব, ইশান কিশান ও প্রসিদ্ধ কৃষ্ণা থাকছে টি-টোয়েন্টি স্কোয়াডে। হার্দিক পান্ডিয়া ইনজুরি থেকে সেরে না ওঠায় এই ম্যাচে দলের অধিনায়কত্বের দায়িত্ব থাকছে সূর্যকুমারের ওপর।

অন্যদিকে অস্ট্রেলিয়া দলের টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ বিশ্রামে থাকায় প্রোটিয়ারা মাঠে নামবে ম্যাথু ওয়েডের অধীনে। বিশ্বকাপে ফাইনালের সেরা খেলোয়াড় ট্রাভিস হেডসহ অস্ট্রেলিয়া দলের সাতজন খেলোয়াড় থাকছেন এই সিরিজে।

বিশ্বকাপের আগে ভারতের মাটিতে খেলা ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। এবার টি-টোয়েন্টি সিরিজে দাপট দেখিয়ে প্রমাণ করতে চাইবে শিরোপা জিতলেই সেরা হওয়া যায় না।

আরও পড়ুন: পরিস্থিতি অনুযায়ী খেলতে পারলে ভালো কিছুই হবে: সোহান

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৩/এফএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট