Connect with us
ক্রিকেট

পরিস্থিতি অনুযায়ী খেলতে পারলে ভালো কিছুই হবে: সোহান

বিশ্বকাপ মিশন শেষে কিছুদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্ব আসরের টানা ম্যাচ খেলার ক্লান্তি পুরোপুরি কাটিয়ে ওঠার জন্য লম্বা বিশ্রামের সুযোগ পায়নি টাইগাররা। চলতি মাসেই ২৮ নভেম্বর প্রথম টেস্ট ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট ম্যাচ। সেই লক্ষ্যে মঙ্গলবার (২২ নভেম্বর) সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ টিম। একই দিনে সিলেটে পৌঁছায় কিউইরাও। এরই মধ্যে টেস্ট সিরিজের জন্য দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

আসন্ন সিরিজ দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশ টেস্ট দলে ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। দলে লিটন কুমার দাস না থাকায় উইকেট কিপিংয়ের দায়িত্ব থাকতে পারে তার ওপর। দলে সুযোগ পেলে ভালো কিছু করার প্রত্যয় জানিয়েছে তিনি।

নিউজিল্যান্ড সিরিজে কেমন করবে দল এমন প্রশ্নের জবাবে সিলেট যাওয়ার আগে সোহাগ জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, এটি অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আমার মনে হয়, যদি আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে ভালো খেলতে পারি এবং পরিস্থিতি যেটা চাচ্ছে সেটা যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আশা করা যায়।’

দীর্ঘদিন পর দলে ডাক পাওয়ায় তার ব্যক্তিগত কোন লক্ষ্য আছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। দলের প্রয়োজন বুঝে খেলার চেষ্টা করব। নিজের ভুলগুলো নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি। দল যেটা চাইবে তাই যেন আমি করতে পারি, সেটাই আমার কাছে মনে হয় লক্ষ্য থাকবে।’

আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়া জমজমাট ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৩/এফএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট