Connect with us
ক্রিকেট

করিমের হ্যাটট্রিক, সহজ ম্যাচ কঠিন করে জিতলো বাংলাদেশ

bd_vs_afghan
আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতেছে সাকিব আল হাসানের দল। ছবি- গুগল

ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিরুদ্ধে সহজ ম্যাচটি কঠিন করে জিতেছে সাকিব আল হাসানের দল। শেষ ওভারে পেন্ডুলামের মতো দুলতে থাকে ম্যাচের ভাগ্য। নখ কামড়ানো উত্তেজনা ছড়িয়ে ২ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানদের ছুঁড়ে দেওয়া ১৫৫ রান ১ বল ও ২ উইকেট হাতে রেখে স্পর্শ করে বাংলাদেশ। যদিও শেষ ওভারে হ্যাটট্রিক করে ম্যাচ আফগানদের দিকে ঝুলিয়ে নিয়েছিলেন করিম জানাত। কিন্তু মিরাজ ও শরিফুলের দুই চারে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

শেষ ওভারে ৬ রান দরকার ছিল টাইগারদের। করিমের প্রথম বলেই মিরাজ চার হাঁকান। এরপরের বলেই আউট। তারপরের বলে ফিরে যান তাসকিন। এরপর নাসুম আহমেদ। টানা তিনটি শিকার করে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন করিম।

তবে শেষ দুই বলে ৪ রান লাগতো। সেখানে প্রথম বলেই চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন শরিফুল। অন্যপ্রান্তে ৪৭ রান করে দলের রানকে এগিয়ে নিচ্ছিলেন তাওহিদ হৃদয়।

এর আগে ৭৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নেন শামীম ও হৃদয় জুটি। শামীম ফিরে যান ৩৩ রানে। সাকিব আউট হন ১৯ রানে। লিটন ফেরেন ১৮ রানে।

এর আগে টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে মোহাম্মদ নবীর ৫৪ রানে ভর করে ৭ উইকেটে ১৫৪ রান করে সফরকারীরা। এছাড়া ওমরজাই ৩৩, নজিবুল্লাহ জাদরান ২৩ এবং রহমানুল্লাহ গুরবাজ ১৮ রান করেন।

টাইগারদের হয়ে বল হাতে সাকিব ২টি, নাসুম, মিরাজ, তাসকিন, শরিফুল ও মুস্তাফিজ একটি করে উইকেট নেন।

আরও পড়ুন: শিরোপা জেতানো নারী ফুটবলারের মরদেহ মিলল নিজ ঘরে

ক্রিফোস্পোর্টস/১৪জুলাই/এজে 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট