Connect with us
ক্রিকেট

দলে ফিরেই বল হাতে দিলেন জবাব, ৬ রেকর্ড অশ্বিনের

crifo sports Ashwin
ওয়েস্ট ইন্ডিজকে নাকানি-চুবানি খাইয়েছেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ছবি- গুগল

ক্যারিবীয় দীপপুঞ্জে সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ডমিনিকায় কাল শুরু হয়েছে প্রথম টেস্ট। টেস্টের প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজকে নাকানি-চুবানি খাইয়েছেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। একাই শিকার করেছেন ৫টি উইকেট। গড়েছেন ছয়টি রেকর্ড।

কিন্তু এই অশ্বিনকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলে নেইনি ভারত। ওই ম্যাচে হেরে শিরোপা হাতছাড়া করে রোহিত শর্মারা। ফাইনালে না খেলার ক্ষোভ হয়তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই উগরে দিলেন অশ্বিন।

প্রথম দিনে ৫ উইকেট শিকারের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট হয়ে গেল অশ্বিনের। তৃতীয় ভারতীয় বোলার হিসেবে এই মাইলস্টোন গড়লেন অশ্বিন। এর আগে কুম্বলে ও হরভজনের এই কৃতিত্ব রয়েছে।

এছাড়া বিশ্বের ১৬তম আন্তর্জাতিক বোলার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ৭০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন অশ্বিন। মুরালিধরনের পরে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এমন কৃতিত্ব অর্জন অশ্বিনের। পেছনে ফেলেন শেন ওয়ার্নকে।

ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি বোল্ড করার রেকর্ড এখন অশ্বিনের। অনিল কুম্বলের ৯৪টি বোল্ড টপকে অশ্বিনের বোল্ডের সংখ্যা ৯৫টি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়া দুই দলের বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেন অশ্বিন। এক্ষেত্রে হরভজন সিং ও রবিচন্দ্রন অশ্বিন দুজনেরই ৫ বার করে ৫ উইকেট নিয়েছেন। ৬ বার নিয়ে শীর্ষে আছেন ম্যালকম মার্শাল।

টেস্ট ক্রিকেটে সর্বাধিকবার ৫ উইকেট নেওয়ার তালিকায় ৬ নম্বর উঠে এলেন অশ্বিন। ৩৩ বার ৫ উইকেট নিলেন তিনি। ভারতীয়দের মধ্যে শীর্ষে আছেন অনিল কুম্বলে ৩৫ বার। দ্বিতীয় সর্বোচ্চ অশ্বিন।

সেই সঙ্গে গড়েছেন একটি বিরল রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে বাবা ও ছেলের উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার তিনি। শিবনারায়ণ চন্দরপলের উইকেট নেয়ার পর তার ছেলে তেজনারায়ণ চন্দরপলের উইকেটও নিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ ১৫০ রানে গুটিয়ে যায়। জবাবে প্রথম দিন শেষে ৮০ রান তোলে ভারত। হাতে ১০ উইকেট নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে।

আরও পড়ুন: ভুল থেকে শিক্ষা নিয়ে ভারতকে হারালো টাইগ্রেসরা

ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট