Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার দুর্বল বোলিংয়ের মুখোমুখি বাংলাদেশের অনভিজ্ঞ ওপেনিং

আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংঙ্কা। ছবি-সংগৃহীত

এশিয়া কাপের অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কার প্রথম ম্যাচ এশিয়ার আরেক উদীয়মান পরাশক্তি বাংলাদেশের বিপক্ষে। তবে, মেঘের ঘনঘটা লেগেছে দুই দেশের ক্রিকেটেই। বিভিন্ন কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না দুই দেশেরই একাধিক ক্রিকেটার।

শ্রীলঙ্কার চিন্তা একটু বেশিই। কারণ, দুশমান্থ চামিরার পর টুর্নামেন্ট থেকে আবারও ছিটকে গিয়েছেন দলটির পেসার দিলশান মাদুশাঙ্কা। আরেক পেসার লাহিরু কুমারাকে পাওয়া নিয়েও আছে শঙ্কা। ঊরুর চোটে আক্রান্ত লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার খেলাও এখনো নিশ্চিত নয়!

গত শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলার সময় ২২ বছর বয়সী মাদুশাঙ্কা পেশিতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন পুরো টুর্নামেন্ট থেকেই।

অন্যদিকে ২৬ বছর বয়সী লাহিরু কুমারাও সাইড স্ট্রেইনের ইনজুরিতে আক্রান্ত। তার চোট অতটা গুরুতর না হলেও ধারণা করা হচ্ছে যে তিনি এশিয়া কাপে খেলতে পারবেন না। তাই, একসঙ্গে তিন পেসারকে হারানোর শঙ্কায় শ্রীলঙ্কা।

তাছাড়া, এই সময়ে শ্রীলঙ্কার সেরা অলরাউন্ডার হাসারাঙ্গা ডি সিলভাকেও হয়তো দেখা যাবে না বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে। ঊরুর চোট থেকে সেরে উঠলেও খেলার মতো ফিটনেস অর্জন করতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর মানে বাংলাদেশের বিপক্ষে সেরা একাদশের চারজন বোলারকে পাচ্ছে না শ্রীলঙ্কা।

এদিকে, এশিয়া কাপের প্রাক্কালে ধাক্কা লেগেছে বাংলাদেশ শিবিরেও। হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছেন লিটন কুমার দাস। জ্বরের কারণে এখনো দলের সাথে যোগ দেননি এই মারকুটে ওপেনার। জানা গিয়েছে, লাহোরে দলে সাথে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলার উদ্দ্যেশ্যে যোগ দিবেন লিটন।

অন্যদিকে ফিট না থাকায় এশিয়া কাপ থেকে আগেই ছিটকে গিয়েছেন দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। দলের সেরা এই দুই ব্যাটারকে হারিয়ে বেশ বিপাকেই আছে টিম টাইগার।

তামিম লিটন ছাড়া বাংলাদেশের অন্যান্য ওপেনাররা কতটুকু কি করতে পারবে সেটা সময়ই বলে দিবে।

দেশের সেরা দুই ওপেনারের পরিবর্তে এশিয়া কাপের প্রথম ম্যাচে টাইগারদের ওপেনিং করতে পারেন নাঈম ও তানজিদ তামিম। এখন দেখার বিষয়, শ্রীলঙ্কার এমন দুর্বল বোলিংয়ের সামনে টাইগারদের শুরু কেমন হয়!

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার ক্যান্ডিতে এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল।

আরও পড়ুন : ম্যারাডোনা ও রোনালদোকে টপকে রেকর্ড আর্জেন্টাইন মার্টিনেজের

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট