Connect with us
ক্রিকেট

পাকিস্তানে যা যা থাকছে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে

asia
ছবি-ক্রিকেট শিডিউল

আগামীকাল বুধবার (৩০ আগস্ট) থেকে মাঠে গড়াচ্ছে এশিয়ার ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াই। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এবারের এশিয়া কাপ।

আগামীকাল পাকিস্তানের মুলতান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।এবারের আসরের প্রথম চারটি ছাড়া বাকি সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কায়।

বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। সেই ম্যাচের আগেই উদ্বোধন হবে টুর্নামেন্টের।

উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে-উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপমহাদেশের অস্কারজয়ী বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার এ আর রহমান ও পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলাম।

এছাড়াও ট্রেডিশনাল এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির ঝলকানি ও ড্রোন শোর ব্যবস্থা।

ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশের টি-স্পোর্টসেও দেখা যাবে বিশেষ এই আয়োজন। এছাড়া ভারতে হটস্টারে-এ লাইভ স্ট্রিমিংয়ে এটি দেখানো হবে।

আরও পড়ুন: নাঈম-তানজিদ জুটির ওপেনিংয়ের দিকে তাকিয়ে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট