Connect with us
ফুটবল

সিজদা দিয়ে সাফের শিরোপা উদযাপন বাংলার যুবাদের (ভিডিও)

Crifo Sijda
সিজদা দিয়ে সাফের শিরোপা উদযাপন করলো বাংলার যুবারা

প্রায় ১০০ মিনিটের মাথায় গিয়ে শেষ বাঁশি বাজালেন রেফারি। তখন চারিদিকে বাংলাদেশ বাংলাদেশ রবে চিৎকার উঠেছে নেপালের আনফা কমপ্লেক্সের গ্যালারিতে। কেননা সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে হারিয়েছে স্বাগতিক নেপালকে।এতে করে নিলো মধুর প্রতিশোধ। আর শিরোপা জিতে শুকরিয়া আদায় করলো মহান রাব্বুল আলামীনের নিকট।

গতকাল কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ৪-১ গোলে জয় পায় কোচ মারুফুল হকের দল। সাফে বয়সভিত্তিক টুর্নমেন্টে চতুর্থ ফাইনালে এসে অবশেষে অধরা শিরোপা জয়ের আক্ষেপ দুর হলো বাংলাদেশের। ছেলেদের বয়সভিত্তিক সাফে প্রথম শিরোপা জয়ের অনন্য গৌরবে বাংলাদেশ। বাধঁভাঙ্গা উল্লাস আসিফ, মিরাজুলদের। তবে এই উল্লাসের মধ্যেও ভুলে যাননি সৃষ্টিকর্তার কথা।

বয়সভত্তিক সাফে এর আগে তিনবার ফাইনাল খেললেও শিরোপার স্বাদ পায়নি বাংলাদেশ। এবার ট্রফি জয়ের লক্ষ্যে দারুণ খেলছে মারুফুল হকের শীর্ষরা। সেমিফাইনালে হারিয়েছে ভারতকে। গ্রুপপর্বে নেপালের কাছে হারার প্রতিশোধ তুলে নিয়েছে ফাইনালে।

মিরাজুলের জোড়া গোল, রাহুল ও নোভার একটি করে মোট চারটি গোল করেছে বাংলাদেশ। আর গোলপোস্টের নিচে নেপালের আক্রমণ বারবার রুখে দেন সেমিফাইনালের হিরো আসিফ। সবশেষে মেতে ওঠে শিরোপা জয়ের আনন্দে। বিদেশের মাটিতে উজ্জ্বল হয় লাল-সবুজের পতাকা। ফাইনালে দুইগোলসহ টুর্নামেন্টে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা মিরাজুল। জিতেছেন গোল্ডেন বুট। আসিফ হন সেরা গোলরক্ষক।

আরও পড়ুন:

» দ্বিতীয় টেস্টের জন্য কেমন উইকেট প্রস্তুত করছে পাকিস্তান?

» দর্শকদের সঙ্গে বিবাদে জড়িয়ে বড় দুঃসংবাদ পেলেন নুনেজ

এরপর সম্মিলিতভাবে সিজদায় যান তারা। পরে ওই ভিডিও পোস্ট করে বাফুফে লিখেছে, Alhamdulillah! 🙏। কঠিন সংগ্রামের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রথম কাজ ছিল মাঠে আল্লাহর শুকরিয়া আদায় করা। এই সাফল্য একটি আশীর্বাদ, এবং আমরা গভীরভাবে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। সামনের প্রতিটা ধাপে যেন আমাদের আশীর্বাদ অব্যাহত থাকে এই প্রত্যাশা।

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল