Connect with us
ক্রিকেট

দ্বিতীয় টেস্টের জন্য কেমন উইকেট প্রস্তুত করছে পাকিস্তান?

দ্বিতীয় টেস্টের জন্য উইকেট প্রস্তুত। ছবি- সংগৃহীত

রাওয়ালপিন্ডি টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে পেস আক্রমণ দিয়ে ধরাশাই করতে চেয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত স্বাগতিকদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা। এবার আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।

দ্বিতীয় টেস্টের জন্য কেমন উইকেট তৈরি করবে পাকিস্তান তা নিয়ে চলছে আলোচনা। কেননা প্রথম ম্যাচে পেস বোলারদের জন্য সহায়ক উইকেট তৈরি করেছিল দেশটি। কেননা পাকিস্তান দলে রয়েছে বিশ্বসেরাদের তালিকায় থাকা একাধিক তারকা পেসার। তাই পেস আক্রমণেই ভরসা রেখেছিল তারা।

তবে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান। এদিকে পেস সহায়ক উইকেট হলেও উপমহাদেশের রীতি অনুযায়ী শেষ দিনে সহায়তা পেয়েছে স্পিনাররা। যেখানে ম্যাচের ৫ম দিন সাকিব-মিরাজের ঘূর্ণিতেই কুপকাত হয় পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তান কোন স্বীকৃত স্পিনারই রাখেনি তাদের দলে।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য উইকেট প্রস্তুতকরণের দৃশ্য। যা দেখে বোঝা যায় আরো একবার বোলিং সহায়ক উইকেট তৈরি করতে যাচ্ছে পাকিস্তান। যদিও ঘরের মাঠে শেষ ৯ টেস্টে কোন জয় উপহার দিতে পারেনি পাক পেসাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এক ছবিতে দেখা যায় ২২ গজের উইকেট পুরোটাই ঘাসে ঢাকা। যা পেসারদের জন্য স্বর্গরাজ্য। অন্য এক ছবিতে দেখা উইকেটের দুই প্রান্তে দুটো বড় ফ্যান লাগানো। ধারণা করা যায় স্পিনারদের কথা মাথায় রেখে উইকেট শুষ্ক করা হচ্ছে।

তবে বোলারদের সুবিধা দিতেই এমন উইকেট প্রস্তুতে ব্যস্ত পাকিস্তান সেটা বোঝাই যাচ্ছে। আগামীকাল শুক্রবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।

আরও পড়ুন: নতুন সভাপতির নেতৃত্বে প্রথম বোর্ড সভা, আসতে পারে যেসব সিদ্ধান্ত

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট