Connect with us
ফুটবল

নতুন বাংলাদেশের জন্য প্রাণ দানকারীদের সাফ শিরোপা উৎসর্গ

সাফ চ্যাম্পিয়নশিপ জয়। ছবি- সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত এই নতুন বাংলাদেশ গড়েছে নতুন এক ইতিহাস। প্রথম বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয় করেছে বাংলার যুবারা। গতকাল নেপালের মাটিতে স্বাগতিকদের ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাস করে লাল সবুজের প্রতিনিধিরা।

গতকাল বুধবার (২৮ আগস্ট) কাঠমুন্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের ফাইনাল। যেখানে আধিপত্য বিস্তার করে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ। জয়ের পর সাফের শিরোপা গণঅভ্যুত্থানে নিহতদের জন্য উৎসর্গ করেছেন দলটির কোচ মারুফুল ইসলাম।

ম্যাচ শেষে শিরোপা জয়ের পর সম্প্রচারকদের মারুফুল ইসলাম বলেন, ‘এই শিরোপা আমি উৎসর্গ করতে চাই আমাদের নায়কদের জন্য, যারা গত মাসে ও এই মাসে আমাদের নতুন বাংলাদেশ গড়তে জীবন বিসর্জন দিয়েছেন। আমি সব সময় চেয়েছি এই শিরোপা ও এই সাফল্য তাদের জন্য উৎসর্গ করতে।’

এদিন ম্যাচ বড় ব্যবধানে জয় করে নিলেও শুরুর দিকে কিছুটা ধীরগতির ফুটবল খেলেছিল বাংলাদেশ। যেখানে খুব একটা আধিপত্য বিস্তার করতে দেখা যায়নি লাল সবুজের প্রতিনিধিদের। তবে ম্যাচের শুরুর সময়ে এমন ঘটনার কারণ ও নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন এই কোচ।

মারুফুল ইসলাম বলেন, ‘এই ম্যাচে আমাদের পরিকল্পনা ছিল শুরুটা ধীরে করার। কারণ, গত পরশুই আমরা (ভারতের বিপক্ষে সেমিফাইনালে) খেলেছি। আমরা কেবল একদিন বিশ্রাম পেয়েছি, যেখানে নেপাল পেয়েছে দুদিন। তাই যদি আমরা প্রথম থেকেই প্রেস করতাম, তাহলে নিজেদের জন্য কাজটা কঠিন হয়ে যেত।’

এদিকে মারুফুল মনে করেন, আনফা কমপ্লেক্সে গ্যালারি ভর্তি দর্শকের সামনেই নেপাল দল চাপ অনুভব করে। যাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি তারা, ‘নেপাল আসলে বেশ ভালো দল। খেলা তাদের ঘরের মাঠেই ছিল। তবে প্রথম ১০ মিনিটের পর আমার মনে হয়েছে, তারা চাপ অনুভব করছে। তারা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি।’

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের জন্য কেমন উইকেট প্রস্তুত করছে পাকিস্তান?

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল