Connect with us
ফুটবল

দুঃসংবাদ সঙ্গী করেই বছর শেষ হলো মেসির, চিন্তিত ভক্তরা

দুঃসংবাদ সঙ্গী করেই বছর শেষ হলো মেসির, চিন্তিত ভক্তরা

দুঃসংবাদ সঙ্গী করেই বছর শেষ হলো ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসির। এতে করে তার ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বুধবার (২২ নভেম্বর) চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ‘ঘটনাবহুল’ বিশ্বকাপ বাছাই ম্যাচ শুরুর আগে কুঁচকিতে ব্যথা পান আর্জেন্টাইন মহাতারকা।

ওই ব্যথা নিয়েই ব্রাজিলের বিরুদ্ধে খেলেন মেসি। ১-০ গোলে ম্যাচও জেতে বিশ্ব চ্যাম্পিয়নরা। রিওডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে বুধবার দুই ফুটবল পরাশক্তির ‘সুপার ক্ল্যাসিকো’ মাঠে গড়ানোর ঠিক আগে গ্যালারিতে ঘটে যায় অনাকাঙ্খিত এক ঘটনা।

আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলার সময় ব্রাজিলিয়ান সমর্থকদের ‘দুয়ো’ দেওয়ার মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত। গ্যালারির একাংশে মারামারিতে জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকরা। পুলিশের লাঠিচার্জ থামাতে আর্জেন্টিনার ফুটবলাররা গ্যালারির দিকে ছুটে যান। সেখানেই পায়ের কুঁচকিতে ব্যথা পান মেসি।

পায়ের কুঁচকিতে ব্যথা পান মেসি

পায়ের কুঁচকিতে ব্যথা পান মেসি

সংবাদমাধ্যম ‘ইএসপিএন’ এই তথ্য দিয়ে আরও জানিয়েছে, আর্জেন্টিনা দল লকার রুমে ফিরে আসার পরেও পায়ের ব্যথা কমছিলো না মেসির। পরে ম্যাচটি শুরু হলে মেসিকে টাচ লাইনের কাছে গিয়ে পাযের চিকিৎসা নিতেও দেখা যায়। ঘাটতি দেখা যায় তার ফিটনেসেও।

৭৮ মিনিটে মেসিকে তুলে নেন কোচ স্কালোনি

৭৮ মিনিটে মেসিকে তুলে নেন কোচ স্কালোনি

ম্যাচের ৬৩ মিনিটে নিকোলাস ওতামেন্দি দলকে এগিয়ে নেওয়ার পর ৭৮ মিনিটে মেসিকে তুলে নেন কোচ স্কালোনি। ২০২৪ সালে নতুন করে সবকিছু শুরু করার জন্য তার হাতে যথেষ্ট সময় রয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ওই ম্যাচের পর ব্রাজিলিয়ানদের কড়া সমালোচনাও করেন মেসি।

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাই: গুরুত্বপূর্ণ ম্যাচে এক মিডফিল্ডারকে পাচ্ছে না বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল