Connect with us
ক্রিকেট

বিজয়সহ টপ অর্ডার নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট

Anamul Haque Bijoy
এনামুল হক বিজয়। ছবি- সংগৃহীত

আগামী ১১ নভেম্বর বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে চোটে পড়ে আগেই বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেছে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। সাকিবের জায়গায় তাই জরুরি তলবে দলে জায়গা পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। বিশ্বকাপে নিজেদের শেষের শুরুতে তাই বিজয়কে সাথে নিয়েই টপ অর্ডারের পরিকল্পনা করছে টাইগার টিম ম্যানেজমেন্ট।

আজ দলের হয়ে শেষ অনুশীলনে বিজয়কে স্পিনারদের বলে নেটে অনুশীলন করতে দেখা যায়। সেখানে ছক্কার ফুলঝুরি দেখা যায় বিজয়ের ব্যাট থেকে। তার আগে ব্যাট করা মাহমুদুল্লাহ রিয়াদও নেটে ঝড় তোলেন। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে টাইগারদের শেষ অনুশীলন ছিল যেখানে সব ক্রিকেটারদের বেশ সিরিয়াস মুডে দেখা যায়। আজ ঐচ্ছিক অনুশীলনেও হয়তো তাই অনেককেই দেখা যাবে।

নতুন ডাক পাওয়া এনামুল হক বিজয়কে আগামী শনিবার অজিদের বিপক্ষে ওপেনিংয়ে নামানোর ব্যাপারে টিম মিটিংয়ে আলোচনা হয়েছে। কিন্তু কার জায়গায় বিজয় উদ্বোধনীতে নামবেন সেটাই এখন বিষয়। লিটন দাসকে ওপেনিং থেকে মিডল অর্ডারে খেলানোর প্রস্তাব এসেছে। আবার তানজিদ তামিমকেও নিচের দিকে খেলানোর ব্যাপারে আলোচনা হয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচে উদ্বোধনী জুটিতে এই মাঠেই বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড জুটি গড়েছিলেন লিটন-তামিম। তাই অনেকের মত, পরিবর্তন না করে এই জুটিকেই শেষ ম্যাচে আবারও সুযোগ দেয়ার। শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে তিন নম্বরে নেমে ৯০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। চারে সাকিব আল হাসান, পাঁচে মাহমুদুল্লাহ, ছয়ে মুশফিকুর রহিম খেলেছিলেন। শেষ ম্যাচে দুর্দান্ত খেলা শান্তকে তাই অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিন নম্বরে নামানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে চার নম্বরে সাকিবের অনুপস্থিতিতে লিটন দাসকে খেলানো হতে পারে।

যাই হোক না কেন, এখনই কোনো কিছুর ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি টিম ম্যানেজমেন্ট। ম্যাচের দিন মহারাষ্ট্রের পিচ দেখেই একাদশ সাজানোর পরিকল্পনা তাদের।

 

আরও পড়ুন: ডোনাল্ডের পর সাকিবদের দায়িত্ব ছাড়লেন আরেক বিদেশিও

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট