Connect with us
ক্রিকেট

তাসকিনদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি হতো জানালেন ডোনাল্ড

বিশ্বকাপের পর শেষ হতে চলেছে অ্যালেন ডোনাল্ডের চুক্তির মেয়াদ। বিশ্বকাপে ভরাডুবির পর চুক্তি নবায়ন করবেন না। ডোনাল্ডের বাংলাদেশ দল থেকে বিদায়। অস্ট্রেলিয়া ম্যাচের পর থাকতে চান না দলের সাথে। বিদায়ের আগে জানিয়েছেন নিজের আবেগী সব কথা। বলেছেন তাসকিনদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাও।

বৃহস্পতিবার পুনেতে টিম মিটিংয়ে ডোনাল্ড জানিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই তিনি বাংলাদেশের হয়ে শেষ দায়িত্ব পালন করবেন। বিদায়ের আগে তিনি বলেন, আমি আগেও বলেছি এই পেস বোলিং গ্রুপটার সঙ্গে আমার দারুণ সময় কেটেছে৷ এখানে আমার ভূমিকাটা ছিল পেস বোলিং কোচ হিসেবে৷ গ্রুপটার সঙ্গে আমার জার্নিটা দারুণ ছিল। তারা যা অর্জন করেছে তা নিয়ে আমি খুবই গর্বিত। আমি তাদের মিস করব।

সাদা বিদ্যুৎ খ্যাত ডোনাল্ড বাংলাদেশ দলে পেস বোলিং কোচ হিসেবে যোগ দেন ২০২২ এর মার্চে। তার অধীনে বল হাতে রীতিমতো আগুনে বোলিং করেছেন তাসকিন, শরিফুল, মুস্তাফিজ, হাসান মাহমুদরা। পেস ইউনিটের উন্নতি ছিল চোখে পড়ার মতো।

বিদায়ের আগে শিষ্যদের নিয়ে বলেন, ‘আজ ওদের (তাসকিনদের) বললাম, আমি তোমাদের ভুলতে পারব না। আমাদের যে হোয়াটসআপ গ্রুপটা ছিল, সেখানে আমরা কত ধরনের আলোচনা করেছি, মজা করেছি, আমি সত্যি ভুলতে পারব না এই ছেলেদের। এটা অসাধারণ এক যাত্রা ছিল আমার।

ডোনাল্ড আরও বলেন, বাংলাদেশকে ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেয়া এবং পার্থক্য তৈরি করতে পারায়। সবার প্রতি শুভকামনা। ভবিষ্যতে তাদের আরও উন্নতি দেখার অপেক্ষায় থাকব।’

আরও পড়ুন: শেষ ম্যাচ হারলেও যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট