Connect with us
ক্রিকেট

ক্যারিবীয়দের সামনে শেষ রক্ষাও হলো না প্রোটিয়াদের

WI vs SA
ওয়েস্ট ইন্ডিজে এসে হোয়াইটওয়াশ হলো দক্ষিণ আফ্রিকা

সিরিজের শেষ ম্যাচ জিতে সাউথ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো রভম্যান পাওয়ালে দল। প্রথম দুই ম্যাচ জিতে আাগেই সিরিজ নিজেদের করে নিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচেও সহজ জয় পেয়েছে তারা।

বষ্টি বাঁধার কারণে ত্রিনিদাদে মঙ্গলবার রাতে ওভার কর্তন করা হয়, ১৩ ওভারে নেমে আসা ম্যাচে ডিএলএস মেথডে ৮ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ৩- ০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল তারা।

মঙ্গলবারের ম্যাচে টসে জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিং এ পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাটিং পেয়ে ট্রিস্টিয়ান স্টাবসের ১৩ ওভারে ১০৮ রান জড়ো করে প্রোটিয়ারা। শেই হোপ, নিকোলাস পুরান, শেমরন হেটমায়ারদের বিস্ফোরণে স্রেফ ৯.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক দল। হোপ ২৪ বলে ৪২, পুরান ১৩ বলে ৩৫ আর হেটমায়ার ১৭ বলে করেন অপরাজিত ৩১ রান।

আরও পড়ুন:

» নেপালকে এক হালি গোল দিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

» বাংলাদেশের ইতিহাস গড়া জয়, এবার মন্তব্য করলেন ইমরান খান

রান তাড়া করতে বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের। প্রথম ওভারে আলিক আথানজেকে হারালেও শেষ পর্যন্ত বাকিদের ব্যাটিং ঝড়ে উড়ে যায় প্রোটিয়ারা। হোপ-পুরান মিলে ৫৮ রান যোগ করেন মাত্র ১৯ বলে। ১৩ বলের উপস্থিতিতেই ৪টি ছয় আর ২ চার মারেন বাঁহাতি ব্যাটার।

তবে প্রথমে ব্যাটিং এ করতে আসা প্রোটিয়াদের ইনিংস ছিলো মন্হর এবং ধীর গতির। প্রথমে অনেকগুলো বল নষ্ট করে আউট হন রেজা হেনড্রিকস। তার ২০ বলে ৯ রানের মন্থর ইনিংস দলের জন্য হয়েছে কাল। আরেক ওপেনার রায়ান রিকেলটন ২৭ রান করলেও লাগিয়ে ফেলেন ২৪ বল।

এইডেন মার্করাম থিতু হয়েও টানতে পারেননি (১২ বলে ২০)। ৫ চার, ৩ ছক্কায় ১৫ বলে ৪০ করে দলের রান একা বাড়িয়েছেন স্টাবস। তবে রানে ভরা উইকেটে এই রান যে মামুলি ছিলো পরে টের পেয়েছে সফরকারী দল।

ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট