Connect with us
ক্রিকেট

বাংলাদেশের ইতিহাস গড়া জয়, এবার মন্তব্য করলেন ইমরান খান

Imran khan
বাংলাদেশের ইতিহাস গড়া জয়ে মন্তব্য ইমরান খানের

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে শোচনীয় হার কোনভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সরাসরি দায়ী করেছেন বর্তমান পিসিবি প্রধান মহসিন নাকভিকে। এমন কি প্রশ্ন তুলেছেন তার যোগ্যতা নিয়েও। কারাগারে আছেন এই সাবেক ক্রিকেটার, তবে ইমরানের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়, তাও আবার পাকিস্তানের ঘরের মাটিতে। নিজেদের মাঠে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হার পোড়াচ্ছ ইমরান খান-কেও। রাজনৈতিক সীমানার বাইরে তার সব থেকে বড় পরিচয় তিনি একজন ক্রিকেটার।

পাকিস্তানকে প্রথমবার টেস্টে হারানোর উচ্ছ্বাসে যেখানে ভাসছে বাংলাদেশ, ঠিক বিপরীত দৃশ্য পাকিস্তানে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের কাছে হারায় কঠোর সমালোচনা হচ্ছে দলটির। সাবেক ক্রিকেটারদের সমালোচনার মিছিলে এবার যোগ দিলেন দেশটির প্রভাবশালী রাজনৈতিক নেতা ইমরান খান।

আরও পড়ুন:

» শিরোপা পুনরুদ্ধারে আরও একটি জয় পেল বার্সেলোনা

» রোনালদোকে বিশেষ সম্মাননা দেবে উয়েফা, নেপথ্যে যে কীর্তি

বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান। পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির প্রধানের পক্ষ থেকে তার স্বীকৃত এক্স একাউন্টে বিবৃতি প্রকাশ করা হয়, শুরুতে বলা হয়, ‘আদিয়ালা জেল থেকে ইমরানের বার্তা।’

তার বার্তাতে পাকিস্তানের চলমান রাজনৈতিক অনেক আলোচনার পাশাপাশি দেশের ক্রিকেট সম্পর্কেও মতামত জানান, ক্রিকেট সম্পর্কে শুরুতেই তিনি পিসিবি প্রধানকে তুলেন কাঠগড়ায়, ‘দুবাইতে স্ত্রীর নাম ৫ মিলিয়ন ডলারের সম্পত্তি আছে মহসিন নাকভির। তিনি গম ব্যবস্থাপনা দুর্নীতির সঙ্গে জড়িত, দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ নির্বাচনের সঙ্গে জড়িত। তার যোগ্যতা কি? তার অধীনে (অভ্যন্তরীণ মন্ত্রী হিসেবে) দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হচ্ছে। প্রতিদিন খাইবার পাস্তুন ও বেলুচিস্তানে মানুষ শহিদ হচ্ছেন। পাঞ্জাব পুলিশ পিটিআইকে লক্ষ্য করেছে। সুযোগ পেয়ে চোর-ডাকাতরা দাপট দেখাচ্ছে। পুলিশদের অপহরণ করছে, হত্যা করছে। ২০০৮ সালে তার বিরুদ্ধে ন্যাব (ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো) দুর্নীতির অভিযোগে তদন্তও করেছে।’

আরও পড়ুন :

» পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

» কাঁদলেন সুজন, মনে করলেন ২১ বছর আগে স্মৃতি

উপমহাদেশের ক্রিকেট উন্মাদনা কতটুকু যে পাকিস্তানেও কম না এটা তার পরবর্তী বার্তাতে বোঝা যায়, সেখানে তিনি হতাশ হয়ে আরো জানান, “ক্রিকেট একমাত্র খেলা যেখানে পুরো জাতি আগ্রহ নিয়ে টিভিতে দেখে। এমনকি এটাও নষ্ট হয়ে গেছে অযোগ্য ক্ষমতাবানদের কারণে। এই প্রথম আমরা বিশ্বকাপে সেরা চারে থাকতে পারিনি, টি-টোয়েন্টিতে সেরা আটে থাকতে পারিনি। গতকাল (২৫ আগস্ট) আমরা বাংলাদেশের বিপক্ষে বিব্রতকর হার দেখেছি। নতুন নিম্নমান তৈরি করেছি। মাত্র আড়াই বছর আগে এই দল ভারতকে ১০ উইকেটে হারিয়েছে। এই আড়াই বছরে কি এমন হলো যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম?”

ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট