Connect with us
ক্রিকেট

সাকিবকে গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন আইন উপদেষ্টা

সাকিবের বিষয়ে আসিফ নজরুল। ছবি- সংগৃহীত

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নিহত গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। বর্তমানে তিনি জাতীয় দলের সঙ্গে রয়েছেন পাকিস্তান সিরিজে। এই মামলায় সাকিবকে গ্রেপ্তার প্রসঙ্গে আজ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আসিফ নজরুল। এক প্রশ্নের জবাবে তিনি সাকিবের মামলার পাশাপাশি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হককে কারাগারে প্রেরণ ও নির্যাতনের বিষয়ে কথা বলেছেন এই উপদেষ্টা।
 

সাকিবের মামলা নিয়ে প্রশ্ন করা হলে আমিনুল হকের প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, ‘এটাও তো আওয়ামীলীগই শুরু করেছিল, তাই না? আমিনুল যে ফুটবলার, সাকিব তো আর বাংলাদেশে রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আর আমিনুল রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল।’

কারাগারে আমিনুল হককে অত্যাচার করার সময় কেউ প্রশ্ন করেনি, যেমনটা সাকিবের বেলায় হচ্ছে। এই বিষয় উল্লেখ করে এই উপদেষ্টা জানান, ‘আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে শুধু।’

তবে বেশি উৎসাহি হয়ে তাকে গ্রেপ্তার করা হবে না বলেও নিশ্চিত করেছেন তিনি, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রণালায় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়।’

আরও পড়ুন: নেপালকে এক হালি গোল দিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট