Connect with us
ক্রিকেট

ক্রিকেটে ফেরার দিনক্ষণ জানালেন তামিম

Tamim Iqbal announced the date of return to cricket
শীঘ্রই বাইশ গজে ফিরছেন তামিম ইকবাল। ছবি- সংগৃহীত

গেল বছরের ভারত বিশ্বকাপের আগে থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলে জিতেছেন শিরোপা। এদিকে সরকার পতনের পর ক্রিকেট বোর্ডে পরিবর্তনের হাওয়া লাগায় জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল তামিমের।

এবার এক ভিডিও বার্তায় তামিম নিজেই জানিয়েছেন তার ক্রিকেটে ফেরার দিনক্ষণ। জাতীয় দলে কবে নাগাদ ফিরবেন সে বিষয়ে এখনো কিছু না জানালেও ক্রিকেটে ফেরার তারিখ জানালেন এই ওপেনার। আগামী অক্টোবরে আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেট (এনসিএল) দিয়ে বাইশ গজে ফিরবেন তামিম।

ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এনসিএলের প্রথম আসর। ৬০ বল অর্থাৎ দশ ওভারের এই টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেবে। আগামী ৪ অক্টোবর মাঠে গড়াবে এই টুর্নামেন্ট এবং ১৪ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে এর পর্দা নামবে।

আরও পড়ুন:

» সাফ জয়ী যুবাদের অভিনন্দন জানালেন ক্রীড়া উপদেষ্টা

» ফাইনালে তোলার নায়ক সেই আসিফের হাতে উঠলো গোল্ডেন গ্লাভস 

এই টুর্নামেন্টে অংশগ্রহণের মধ্য দিয়ে ক্রিকেটে ফিরছেন তামিম। এনসিএলের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তামিমের দেয়া একটি ভিডিও বার্তার মাধ্যমে তার চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তামিম কোন দলের হয়ে খেলবেন সেটা জানা যায়নি।

ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আগামী ৪-১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া এনসিএলে আমি অংশ নিচ্ছি। সেখানে অসংখ্য বাংলাদেশি সমর্থক রয়েছেন। আশা করি সবার সাথে দেখা হবে। এই টুর্নামেন্টটির অংশ হতে পেরে খুবই উচ্ছ্বসিত। দেখা হচ্ছে শীঘ্রই।’

এদিকে তামিম ছাড়াও বাংলাদেশ থেকে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান। তার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে এনসিএল কর্তৃপক্ষ। এছাড়া সুনীল নারিন, মোহাম্মদ আমির, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ইমরান তাহির, জেসন রয়, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ কাইফ, শহীদ আফ্রিদির মতো তারকারা ক্রিকেটাররাও খেলবেন এই টুর্নামেন্টে।

ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট