Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে সুখবর পেলেন মুশফিক-মিরাজ-লিটনরা

Mushfiq-Miraj-Litton received good news from ICC
আইসিসি র‍্যাঙ্কিংয়ে মুশফিক-মিরাজ-লিটনদের উন্নতি হয়েছে। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের ঐতিহাসিক এই জয়ে দারুণ অবদান রেখেছেন মুশফিক, লিটন ও মিরাজরা। সেই সুবাদে আইসিসি র‌্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখেছেন এই তিন ক্রিকেটার।

বুধবার (২৮ আগস্ট) সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে টেস্ট ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন মুশফিক। তার রেটিং পয়েন্ট ৬৮৪।

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ১৯১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মুশফিক। এছাড়া ব্যাটারদের তালিকায় এগিয়েছেন লিটন দাসও। দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই মারমুখী ব্যাটার।

আরও পড়ুন:

» ক্রিকেটে ফেরার দিনক্ষণ জানালেন তামিম

» সাফের গোল্ডেন বুট ও গোল্ডেন বল পেলেন বাংলাদেশের মিরাজুল 

এদিকে ব্যাটারদের তালিকায় ৬ ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ০ এবং দ্বিতীয় ইনিংসে ২২ রানে করেন এই ব্যাটার। এছাড়া বাংলাদেশের সাকিব আল হাসান ও মুমিনুল হক দুই ধাপ করে পিছিয়ে যথাক্রমে ৪৩ ও ৪৬ নম্বরে নেমে গেছেন।

রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাট হাতে এক ইনিংসে ৭৭ এবং বল হাতে দুই ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ। ফলে টেস্টে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি। ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছেন এই টাইগার অলরাউন্ডার।

ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট