Connect with us
ক্রিকেট

সিরিজ জয়ের পর শান্তদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

The Chief Advisor congratulated Bangladesh on the historic series win
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জয় নিশ্চিতের পর শান্তকে ফোন করেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। সেটাও আবার পাকিস্তানের মাটিতে। এবার আরও এক ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে সিরিজ জিতে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। বিদেশের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নাজমুল হোসেন শান্তদের অভিনন্দন জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (মঙ্গলবার) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। স্বাগতিকদের ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে সিরিজটি ২-০ তে জিতে নিয়েছে টিম টাইগার্স। এ নিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয়।

বাংলাদেশের এমন ইতিহাস গড়া সিরিজ জয়ের পরেই টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তকে ফোন করেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি নিজে এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন:

» বাংলাদেশের ইতিহাস গড়া জয়, হোয়াইটওয়াশের লজ্জা পেল পাকিস্তান

» সাফ ফুটবল: গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচ কবে-কখন? 

প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে করে তাকে এবং দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ইউনূস বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদেরকে নিয়ে গর্বিত।’ তিনি আরও বলেন, বাংলাদেশ দল দেশে ফিরলে তাদেরকে সংবর্ধনা দেয়া হবে।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ১০ উইকেটের ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। আর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটের জয় নিয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের দল।

ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট