Connect with us
ফুটবল

সাফ ফুটবল: গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

Crifo SAFF
সাফ ফুটবল: গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচ কবে-কখন?

গত মাসে বয়সভিত্তিক অনূর্ধ্ব ২০ পুরুষ ফুটবলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এবার সাফের লড়াইয়ে নামছে বাংলাদেশ নারী দল। আগামী অক্টোবরে নেপালে বসবে সাফের নারীদের আসর। নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের গ্রুপিং আগেই হয়েছিলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।

তবে এবার জেনে নেয়া যাক সূচি। সোমবার চূড়ান্ত করা সূচি অনুযায়ী দেখা গেছে গ্রুপপর্বে বাংলাদেশ খেলবে দুটি ম্যাচ। আগামী ২০ অক্টোবর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ২৩ অক্টোবর।

২০২২ সালের সেপ্টেম্বরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসর বসেছিলো এই নেপালেই। বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলো। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিলো কোচ গোলাম রব্বানী ছোটনের দল। দুই বছর পর শিরোপা ধরে রাখার মিশনে সাবিনারা। এবার দায়িত্বে নেই ছোটন। নারী জাতীয় দল থেকে সরে দাঁড়ানো এই সফল কোচের স্থলাভিষিক্ত হয়েছেন ইংল্যান্ডের পিটার বাটলার।

আরও পড়ুন :

» ৫ উইকেটের কীর্তি গড়ে মাঠেই সিজদা হাসান মাহমুদের

» সাফের সূচি প্রকাশ, বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

এবারও কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে হবে সাফের ম্যাচগুলো। ‘এ’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের তিন প্রতিপক্ষ নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা ও ভুটান।

আগামী ১৭ অক্টোবর ভারত-পাকিস্তান উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সাত দলের টুর্নামেন্ট। বাংলাদেশ গ্রুপে তাদের দুই ম্যাচে ২০ অক্টোবর পাকিস্তানকে, ২৩ অক্টোবর ভারতকে মোকাবেলা করবে। ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ৩০ অক্টোবর।

ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল