Connect with us
অন্যান্য

পুরস্কার তুলে দেওয়ার সময় তাসকিনকে যা বললেন প্রধানমন্ত্রী

TASKIN PM
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছেন তাসকিন আহমেদ (ছবি- সংগৃহীত)

শহীদ শেখ কামালের জন্মদিনে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‌’শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩’ পুরস্কার নিয়েছেন ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠান। যার মধ্যে ছিলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

পুরস্কার নেওয়ার সময় প্রধানমন্ত্রী কিছু কথা বলেছেন তাসকিনকে। কিন্তু কী বলেছেন তিনি? পরে তাসকিন জানিয়েছেন, আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য বাংলাদেশকে দলকে শুভ কামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মাঠে ভালো পারফর্ম করার পরামর্শও দিয়েছেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাসকিনকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়ার সময় এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদের সেরা ক্রীড়াবিদের স্বীকৃতি পেয়েছেন তাসকিন আহমেদ। প্রধানমন্ত্রীর হাতে এমন পুরস্কার পেয়ে গর্বিত তাসকিন। প্রথমবার জাতীয় পুরস্কার পাওয়ায় যে ভালো লাগছে সেটাও জানিয়েছেন ডানহাতি এই পেসার।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলামও পেয়েছেন পুরস্কার। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।

আরও পড়ুন: গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনালে লিটন দাসের দল

ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য