Connect with us
ক্রিকেট

টাইগ্রেস অলরাউন্ডার রুমানার রহস্যময় বার্তা

ক্রিকেটার রুমানা। ছবি- গুগল

শনিবার রাতে হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাই পেজে “নো মোর ক্রিকেট” লিখে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার রুমানা আহমেদ। তার এই পোস্ট ঘিরে রহস্যের জন্ম দিয়েছে দেশের ক্রিকেট পাড়ায়। তাহলে কি আবারও একটি নক্ষত্রের পতন ঘটলো?

সবশেষ দুই সিরিজে ছিলেন না স্কোয়াডে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ইতিহাস গড়ার সিরিজে তিনি হতে পারতেন গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু ফিটনেসসহ বেশকিছু ইস্যুতে তাকে দল থেকে বাদ দেন নারী ক্রিকেট দলের সিলেক্টর মনজুরুল ইসলাম মঞ্জু ।

গত শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়ার পর পরবর্তী সময়ে নিজের বাদ পরা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রুমানা। বিশ্রামের অজুহাতে তাকে বাদ দেওয়া হলেও তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বোর্ডের পক্ষ থেকে।

এরপর ভারতের বিপক্ষে সিরিজে দলে জায়গা না হওয়ায় হতাশ ছিলেন রুমানা।

শনিবার হঠাৎ, ফেসবুকে এমন আবেগঘন বার্তা দিয়ে রুমানা হয়ত জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটের শেষটা দেখে ফেলেছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের জার্সিতে ৫০টি ওয়ানডে ম্যাচে ৯৬৩ রান ও ৫০ উইকেট শিকার করেন রুমানা। এছাড়াও টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৪ ম্যাচে ৮৫৪ রান ও ৭৫ উইকেট রয়েছে রুমানার নামের পাশে।

আরও পড়ুন: আগামীকাল মাঠে নামবে মেসি, হুমকি দিলেন বিপক্ষ কোচ

ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট