Connect with us
ক্রিকেট

একই ম্যাচে সিকান্দার রাজা গড়লেন অর্ধশতক ও হ্যাটট্রিকের রেকর্ড

Sikander Raza
একই ম্যাচে সিকান্দার রাজা গড়লেন অর্ধশতক ও হ্যাটট্রিকের রেকর্ড। ছবি- সংগৃহীত

বেশ অনেকদিন যাবতই ভালো ছন্দে রয়েছেন সিকান্দার রাজা। গেল ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বেও চমক জাগানো পারফরমেন্স ছিল এই জিম্বাবুয়ের অলরাউন্ডারের। যদিও শেষ পর্যন্ত দলকে বিশ্বকাপে তুলতে পারেনি সেবার। তবে এবার যেন পন করে নেমেছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করার। সেই লক্ষ্যে বাছাই পর্বে রুয়ান্ডার বিরুদ্ধে জয়ের ম্যাচে করেন দুর্দান্ত এক রেকর্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে একই ম্যাচে একইসঙ্গে অর্ধশতক ও হ্যাটট্রিকের দেখা পেয়েছেন সিকান্দার রাজা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে রুয়ান্ডার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। এদিন রুয়ান্ডার বিপক্ষে তার দল ১৪৪ রানের বড় জয় পায়। যা জিম্বাবুয়ের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান ব্যবধানের জয়।

সোমবার (২৭ নভেম্বর) নামিবিয়ার ইউনাইটেড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, উইন্ডহোক মাঠে বাংলাদেশ সময় দেড়টায় জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামে রুয়ান্ডা। এদিন আগে ব্যাট করতে নেমে ২১৫ রানের বিশাল সংগ্রহ দাড় করে জিম্বাবুয়ে। ম্যাচে সিকান্দার রাজা খেলেন ৩৬ বলে ৫৮ রানের একটি দুর্দান্ত ইনিংস। যেখানে দেখা যায় ৬টি চার ও ৪টি ছয়ের মার। এছাড়াও বড় সংগ্রহের পথে অবদান রাখে রায়ান বার্লের ঝড়ো ৪৪ রান ও মারুমানির ফিফটি।

রান তাড়া করতে নেমে মাত্র ৭১ রানেই গুটিয়ে যায় রুয়ান্ডার ইনিংস। ম্যাচে তিন উইকেট শিকার করেন রিচার্ড এনগারাভা। এদিন ১৯তম ওভারে বল হাতে এসে ধুকতে থাকা রুয়ান্ডার শেষ ৩ উইকেট পরপর নিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সিকান্দার রাজা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে একই ম্যাচে ফিফটি ও হ্যাটট্রিকের রেকর্ড এটি প্রথম নয়; দ্বিতীয়। এর আগে নামিবিয়ার জেজে স্মিট ২০২২ সালে উগান্ডারের বিপক্ষে করেছিলেন এই কীর্তি। সেই ম্যাচ ৩৫ বলে ৭১ রানের পাশাপাশি করেছিলেন হ্যাটট্রিক। পুরো ইনিংসে বল হাতে ১০ রান খরচায় নিয়েছিলেন ৬ উইকেট।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বে খেলছে সাত দল। এখান থেকে দুটি দল সুযোগ পাবে বিশ্বকাপ খেলার। জিম্বাবুয়ে নিজেদের খেলা চার ম্যাচে দুটি জয় ও দুটি হার নিয়ে রয়েছে এই তালিকার তৃতীয় অবস্থানে। তাদের পরবর্তী ম্যাচ হবে ৩০ নভেম্বর কেনিয়ার বিপক্ষে।

আরও পড়ুন:  পিছিয়ে পড়েও ব্রাজিলিয়ানের নৈপুণ্যে জয় পেল বসুন্ধরা

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৩/এসএফ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট