Connect with us
ক্রিকেট

যে কারণে লম্বা সময়ের জন্য অধিনায়ক হতে চান শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত

সাকিব তামিমদের পর দলকে নেতৃত্ব দিতে তরুণদের মধ্য হতে নেতা তৈরি করছে বিসিবি। এই পরিকল্পনায় একাধিক তরুণ খেলোয়াড়কে বাজিয়ে দেখা হয়েছে। সেই তালিকায় নাজমুল হোসেন শান্তর নাম অন্যতম। বিশ্বকাপের মতো বড় আসরে সাকিবের অবর্তমানে ক্যাপ্টেন্সির দায়িত্ব সামলেছেন তিনি। এবার জাতীয় দলের সাদা পোশাকেও অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।

এর আগে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও প্রথমবারের মতো টেস্ট দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি। আগামীকাল মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে শান্তর নেতৃত্বে খেলবে বাংলাদেশ দল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব পাওয়ার স্বপ্নের কথা জানিয়েছেন তিনি।

শান্ত মনে করেন, দীর্ঘ সময়ের জন্য এক দায়িত্ব পালন করলে পরিকল্পনা সাজাতে সুবিধা হবে। এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আমার মনে হয় সেই সামর্থ্য আমার আছে। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। যে-ই অধিনায়ক হোক, যদি লম্বা সময়ের জন্য দায়িত্ব পায়, তবে দল নিয়ে পরিকল্পনা সাজাতে তার সুবিধা হবে। সামনে যে-ই আসবে, যদি পর্যাপ্ত সুযোগ পায়, অনেক ভালো কিছুই করবে মনে করে। আশা করছি বোর্ডও এই বিষয়ে ভেবে অধিনায়কত্ব দিবে।’

দলের মধ্যে অধিনায়কত্ব পাওয়া নিয়ে কোনো প্রকার প্রতিযোগিতা চলছে কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমার মনে হয় এসব নিয়ে খেলোয়াড়রা এত কিছু ভাবছে না। যে-ই অধিনায়ক হবে সে তার দায়িত্ব পালন করবে। প্রত্যেকে নিজের জায়গা থেকে ভালো করলে দলও ভালো করবে।’

বিশ্বকাপের মত মঞ্চে অধিনায়কত্ব করার সুযোগ কতটা কাজে দেবে এবং সেখান থেকে কি কি শিখেছেন, সে বিষয়ে তিনি জানান, ‘নির্দিষ্ট করে কী শিখেছি বলা মুশকিল। ওটা ওয়ানডে ছিল, এটা টেস্ট। বিভিন্ন পরিস্থিতিতে আরও ভালো কীভাবে করা যেত, এসব ছোট ছোট বিষয় গুলোই কাজে দেবে।’

পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে নিউজিল্যান্ডকে হারানো সম্ভব বলে মনে করেন তিনি, ‘নিউজিল্যান্ড খুবই ভালো দল। টেস্টে অনেক চ্যালেঞ্জিং ও শক্তিশালী দল। যেহেতু দেশের মাটিতে খেলা, স্পিনার বা ব্যাটিং চিন্তা করলে আমরা অবশ্যই ভালো দল। পরিকল্পনা কাজে লাগাতে পারলে তাদের বিপক্ষে ভালো করবে দল।’

আরও পড়ুন: ৪৭ বছরের হতাশা কাটিয়ে ইতালি চ্যাম্পিয়ন

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৩/এসএফ/এমটি 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট