Connect with us
ফুটবল

পিছিয়ে পড়েও ব্রাজিলিয়ানের নৈপুণ্যে জয় পেল বসুন্ধরা

Basundhara Kings
মাজিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিল বসুন্ধরা কিংস। ছবি- সংগৃহীত

আবারো রূপকথার জন্ম দিলো বসুন্ধরা। পিছিয়ে পড়া ম্যাচে কিভাবে জয় ছিনিয়ে আনতে হয় তাই দেখিয়ে দিল মিগুয়েল-মোরসালিনরা। মাজিয়ার কাছে ৩-১ ব্যবধানে হেরে এফএফসি কাপ শুরু করা বসুন্ধরা কিংস এবার ঘরের মাঠে ২-১ ব্যবধানে তাদেরকে হারিয়ে প্রতিশোধ নিল।

সোমবার (২৭ নভেম্বর) এএফসি কাপে গ্রুপ পর্বের ম্যাচের পঞ্চম রাউন্ডে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবের মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। ঘরের মাঠ কিংস অ্যারেনায় মাজিয়াকে আতিথ্য দেয় বসুন্ধরা।

ঘরের মাঠে নাম্বার টেন রবসন রবিনহোকে ছাড়াই মাজিয়াকে মোকাবেলা করতে নামে বসুন্ধরা কিংস। তবে শুরুর ১০ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে বসুন্ধরা। ১-০ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে লড়াই করে থাকে বসুন্ধরা। তবে রবিনহোর অভাবটা মাঠে ভালোই টের পাচ্ছিল বসুন্ধরা। একাধিক সুযোগ সৃষ্টি করেও ভালো ফিনিশিং এর অভাবে গোলের দেখা পায়নি কিংসরা। পিছিয়ে থেকেই বিরতিতে যায় অস্কার ব্রুজনের দল।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ সৃষ্টি করে বসুন্ধারা। তবে সেই কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না তারা।ম্যাচের ৬৯ তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামেন ‘গোল্ডেন বয়’ খ্যাত বাংলাদেশের শেখ মোরসালিন। এর কিছুক্ষণ পরেই ভাগ্য বদলে যায় বসুন্ধরার। ৮০ তম মিনিটে মোরসালিনের ক্রস থেকে হেড দিয়ে গোল করে দলকে সমতায় ফেরান ববুরবেক ইউলদাশেভ।

সমতায় ফেরার কিছুক্ষণ পরই ৮৮ মিনিটের মাথায় লিড পায় বসুন্ধরা। মিগুয়েল ফেরেরার দুর্দান্ত গোলে জয় নিশ্চিত করে বসুন্ধরা। এই জয়ে জয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’ এর শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা।

আরও পড়ুন: স্পন্সর ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ?

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল