Connect with us
ফুটবল

রদ্রিগোর জোড়া গোলে উড়ে গেল কাদিজ, শীর্ষে ফিরলো রিয়াল

স্প্যানিশ লিগায় কাদিজকে ৩-০ গোলে উড়িয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ইনজুরিতে পড়া ভিনিসিউস জুনিয়রের অনুপস্থিতিতে আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো জোড়া গোল করেন। মাদ্রিদ জায়ান্টদের অন্য গোলদাতা জুড বেলিংহাম।

আগের ম্যাচে ভিনিসিউস ও রদ্রিগোর জোড়া গোলের সঙ্গে কার্ভাহালের লক্ষ্যভেদে ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ৫-১’এ বিধ্বস্ত করেছিলো রিয়াল। সেই সুখস্মৃতিতে রবিবার কাদিজের মাঠে প্রতিপক্ষকে চেপে ধরেই খেলা শুরু করে আনসেলোত্তির দল।

ম্যাচের ১৪ মিনিটে রদ্রিগোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় অতিথি দল। কয়েকজনকে কাটিয়ে ‘ডি’ বক্সের মাথা থেকে জাল খুঁজে নেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধে ব্যবধান বাড়াতে ব্যর্থ রিয়াল ৬৩ মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয়। লুকা মদ্রিচের শট পোস্টে লাগে। পরের মিনিটে রদ্রিগো চমৎকার ফিনিশিংয়ে লিড ২-০ করেন।

ছন্দে থাকা বেলিংহাম ৭৪ মিনিটে চলতি লিগে তার ১১তম গোলটি করে দলের জয় ৩-০’তে নিশ্চিত করেন। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তরুণ ইংলিশ মিডফিল্ডারের গোল হলো ১৪টি।

১৪ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা জিরোনাকে এক পয়েন্ট পেছনে ফেলে লিগ শীর্ষে ফিরলো রিয়াল। সমান ৩১ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো তিনে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা চারে রয়েছে।

আরও পড়ুন: রোনালদোর আল নাসরের ম্যাচসহ আজকের খেলা (২৭ নভেম্বর ২৩)

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৩/এজে/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল