Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে সাকিবদের কোচিং স্টাফ বহরে যারা আছেন

টিম বাংলাদেশ এর কোচিং স্টাফ
ক্রিকেটারদের পরামর্শ দিচ্ছেন টিম বাংলাদেশের কোচিং স্টাফরা। ছবি- গুগল

ক্রিকেট ম্যাচে শুধু যে মাঠে থাকা ক্রিকেটাররাই ভূমিকা রাখেন তা নয়। মাঠের বাইরেও এক দল লোক আছেন যারা ম্যাচ নিয়ন্ত্রণে প্রভাব রাখেন। পর্দার আড়ালের এই নায়কেরা হলেন ক্রিকেট দলের কোচিং স্টাফস। ম্যাচ চলাকালীন বা ম্যাচের আগে খেলোয়াড়দের প্রস্তুত করার কাজটা মূলত তারাই করে থাকেন।

মজার বিষয় হচ্ছে, এবারের বিশ্বকাপে অনেক সাবেক কিংবদন্তি ক্রিকেটারকেই দেখা যাবে কোচের ভূমিকায়। শ্রীলংকার রঙ্গনা হেরাথ থেকে শুরু করে রাহুল দ্রাবিড়, মরনে মরকেল, গ্রাহাম গুচ, অ্যালান ডোনাল্ডরা থাকবেন বিভিন্ন দলের কোচিং স্টাফ হিসেবে। তাই খেলোয়াড়দের পাশাপাশি এসব কোচদের উপরও যে সবার নজর থাকবে তা বলা বাহুল্য।

এবার ভারতে ওয়ানডে বিশ্বকাপে ৮ সদস্যের কোচিং বহর নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে অংশ নেয়া আর কোনো দল এতো কোচিং স্টাফস নিয়ে আসেনি।

বাংলাদেশের কোচিং বহরে হেড কোচ হিসেবে আছেন চন্ডিকা হাথুরুসিংহে। তার অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাস, ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ এবং ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট।

অ্যাসিস্টেন্ট ফিল্ডিং কোচ হিসেবে আছেন ফয়সাল হোসেন, টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম এবং টিম ডিরেক্টর হিসেবে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।

আরও পড়ুন: এমন ক্রিকেটারকে মেন্টর হিসেবে পেল রশিদ খানরা!

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট