Connect with us
ক্রিকেট

ক্রিকেটে বাংলাদেশের আরেকটি স্বপ্নযাত্রা শুরু কাল

এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দল
এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- গুগল

বিশ্বকাপের আমেজে মজে আছে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্ত। সাকিব-লিটনদের নিয়ে আশায় বুক বেঁধেছে তারা। এরই মধ্যে এশিয়ান গেমসে পদক জেতার মিশনে আগামীকাল (বুধবার) মাঠে নামছে বাংলাদেশের আরেক ক্রিকেট দল।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলের নেতৃত্বে আছেন সাইফ হাসান। মূলত বিশ্বকাপ খেলতে জাতীয় দল এখন ভারতে থাকায় জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের এশিয়াড স্কোয়াডে রাখা সম্ভব হয়নি।

এশিয়ান গেমসের ইতিহাসে জেতা বাংলাদেশের একমাত্র স্বর্ণ এসেছিল এই পুরুষ ক্রিকেট থেকেই ২০১০ সালে। আর এবারের আসরে এখন পর্যন্ত জেতা একমাত্র ব্রোঞ্জ পদকটি এসেছে নারী ক্রিকেট থেকে।

ক্রিকেটে স্বর্ণ জয়ের মিশনে আগামীকাল থেকে আবারও মাঠে নামছে সাইফ হাসানরা। বাংলাদেশ র‌্যাংকিং এ শীর্ষ চারে থাকায় মালয়েশিয়ার বিপক্ষে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। মালয়েশিয়াকে হারালে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

তবে আপাতত আগামীকালের ম্যাচ নিয়েই ভাবছেন ক্যাপ্টেন সাইফ হাসান। তিনি জানান,” কোনো প্রতিপক্ষকেই আমরা ছোট করে দেখছি না। মালয়েশিয়ার বিপক্ষে আমরা পরিকল্পনা করেই মাঠে নামবো।”

বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনালটি আগামীকাল বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শুরু হবে। জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আরও পড়ুন: তামিমকে গোপন তথ্য প্রকাশ্যে আনতে বলেছেন সুজন

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট