Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ধোঁয়াশা!

বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন।
এবারের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে চলছে নাটকীয়তা। ছবি- গুগল

আগামীকাল ৪ অক্টোবরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে কি না তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগের দিনই সাধারণত উদ্বোধনী অনুষ্ঠান হয়ে থাকে।

কিন্তু এবার এই অনুষ্ঠান নিয়ে ভারতের নিশ্চুপ অবস্থানের জন্যই এমন সন্দেহের উদ্রেক হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ৪ অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুধুমাত্র ১০ অধিনায়ককে পরিচয় করিয়ে দেয়া হবে এবং সেখানে লেজার শো থাকবে। এছাড়া বড় পরিসরে কোন কিছুর ব্যবস্থা রাখবে না বিসিসিআই। তবে ১৯ নভেম্বর ফাইনালের আগে জাঁকজমকপূর্ণ আয়োজন থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানের বদলে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে বলে ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গিয়েছে। তবে এখন পর্যন্ত এই খবরের সত্যতা নিশ্চিত করেনি বিসিসিআই।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কোন কোন বলিউড তারকারা বিভিন্ন পরিবেশনায় থাকবেন এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইনসাইডস্পোর্ট।

সেখানে বলা হয়, অনুষ্ঠানে গান পরিবেশনায় থাকবেন কণ্ঠশিল্পী আশা ভোসলে, শঙ্কর মহাদেভান, অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। নাচের পরিবেশনায় থাকবেন বিশ্বকাপের অফিশিয়াল থিম সং এ অংশ নেয়া রণবীর সিং ও ভারতের দক্ষিণের জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া।

আরও পড়ুন: বিশ্বকাপে বাটলারের স্বপ্নের একাদশে সেরা পাঁচে কারা?

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট