Connect with us
ক্রিকেট

এমন ক্রিকেটারকে মেন্টর হিসেবে পেল রশিদ খানরা!

Ajay Jadeja Afghan
ভারতের সাবেক অধিনায়কঅজয় জাদেজাকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছে আফগানিস্তান

বিশ্বকাপ শুরুর দুদিন আগে ভারতের জাতীয় দলের সাবেক অধিনায়ক অজয় জাদেজাকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করে আফগান বোর্ড।

ভারতীয়ট দলের একজন তারকা প্লেয়ার ছিলেন অজয় জাদেজা। তবে ২০০০ সালে ম্যাচ পাতানোর অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই তারকা। অধিনায়ক হিসেবে ১৩ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলো ভারতকে।
এছাড়া তিনি জাতীয় দলের হয়ে ১৫টি টেস্ট ও ১৯৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

নিষিদ্ধ হওয়ার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা না হলেও ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন তিনি। এছাড়া তিনি ক্রিকেট ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন এবং বিভিন্ন চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন।

গত কয়েকদিন আগেই টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকে নিযুক্ত করা হয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে কাজ করেছেন তিনি। এছাড়া ভারতের বিশিষ্ট বিশ্লেষক সৌরভ ওয়াকারকে শুধুমাত্র এই বিশ্বকাপের জন্য নিযুক্ত করেছে নিউজিল্যান্ড বোর্ড।

আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। আফগানদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ৭ই অক্টোবর।

আরও পড়ুন: যেসব কারণে ইংল্যান্ডের সাথে জিততে পারেনি টাইগাররা

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৩/এমটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট