Connect with us
ক্রিকেট

যেসব কারণে ইংল্যান্ডের সাথে জিততে পারেনি টাইগাররা

গতকাল দারুণ একটি ক্যাচ লুফে নিয়েছেন নাজমুল হাসান শান্ত (ছবি- বিসিবি)

প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমত উড়িয়ে দেয় বাংলাদেশ। কিন্তু গতকাল নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস ম্যাথডে হেরে যায় বাংলাদেশ। কিন্তু দুদিনের ব্যবধানেই কী হলো বাংলাদেশের? কেন এমনভাবে হারলো?

ম্যাচ বিশ্লেষণে দেখা গেছে- ইনিংসের শুরুতেই পরপর লিটন ও ইনফর্ম শান্তকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। তবে আক্রমণাত্মক ব্যাটিং করে ১০০র উপর স্ট্রাইক রেটে ৪৫ রান করেন তানজিদ তামিম। এরপর মুশফিক, হৃদয়, রিয়াদ কেউই অসাধারণ কিছু করতে পারেননি। তবে চারে নেমে মিরাজ আগলে রেখেছিলেন একপাশ।

বৃষ্টিতে ৩ ঘন্টা খেলা বন্ধ থাকলে ডিএলএস ম্যাথডে ৫০ ওভারের পরিবর্তে খেলা হয় ৩৭ ওভারের। তাতে ১৮৮ রান সংগ্রহ করতে পেরেছিল টাইগাররা। বিশ্বচ্যাম্পিয়নদের সামনে টার্গেট দাড়ায় ১৯৭ রান।৩৭ ওভারে ম্যাচে ১৯৭ রানের লক্ষ্য খুব একটা বেশি না। এরপরেও ইংল্যান্ডকে চাপে রেখেছিল বাংলাদেশের পেসাররা।

তবে ইংল্যান্ডের মারকুটে ব্যাটিংয়ে শেষ পর্যন্ত হেরে যায় টাইগাররা। ভালো বোলিংয়ে ৬টি উইকেটও শিকার করে। ৪ উইকেট ও ৭৭ বল হাতে রেখেই জয় পায় ইংল্যান্ড।

উইকেট শিকার করলেও বেশি রান খরচা করে বসে বাংলাদেশ। মিস ফিল্ডিং আর ক্যাচ মিসেরও মহড়া দেখা গেছে। যদিও শান্ত একটি দুর্দান্ত ক্যাচ লুফে নিয়েছেন। কিন্তু রান আটকানো সম্ভব না হওয়ায় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এছাড়া মঈন আলীর হঠাৎ ঝড়ে সব এলো মেলো হয়ে যায়

আরও পড়ুন: বিশ্বকাপে বাটলারের স্বপ্নের একাদশে সেরা পাঁচে কারা?

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৩/এমকে/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট