Connect with us
ক্রিকেট

আজও মিরপুরে শৈশবের কোচের কাছে অনুশীলনে সাকিব

হঠাৎ করেই বিশ্বকাপের মাঝপথে ঢাকায় ছুটে আসেন সাকিব। বিশ্বকাপের ব্যাটিংটা ঠিকঠাক না হওয়ায় ছুটে এসেছেন শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে। আজ দ্বিতীয় দিনের মত অনুশীলন করছেন মিরপুরে।

বিশ্বকাপে এখনো নামের ওপর সুবিচার করতে পারেননি সাকিব। বোলিংটা মোটামুটি হলেও ব্যাটিংয়ে কোনভাবেই সুবিধা করতে পারছেন না তিনি। এজন্য গতকাল বুধবার ছুটে এসেছেন ঢাকায়। ঢাকায় এসেই দেখা করেন শৈশবের কোচ ফাহিমের কাছে। এরপর মিরপুরের ইনডোরে তার কাছে অনুশীলন করেছেন তিনি।

আজ দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছেন সাকিব। সকাল নয়টার দিকে মিরপুরের মাঠে ঢুকে অনুশীলন শুরু করেন তিনি। ব্যাটিং ব্যর্থতাকে পেছনে ফেলে আবারো আগের রূপে ফিরে আসতে মরিয়া এই অলরাউন্ডার।

আগামী ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগেই ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

আরও পড়ুন: নাহিদার রেকর্ড ও বোলিং জাদুতে বাংলাদেশের বড় জয়

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৩/এমটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট