Connect with us
ফুটবল

কোয়ার্টার ফাইনালে হেরেও অনুশোচনা নেই পেপ গার্দিওলার

pep guardiola
পেপ গার্দিওলা। ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ম্যাচের একদম অন্তিম মুহূর্ত পর্যন্ত দারুন লড়াই চালিয়ে যায় সিটিজেনরা। তবে ট্রাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছে ম্যানসিটরিহিত

গেল রাতে ইতিহাদে ঘরের মাঠে ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ ব্যবধানে ম্যাচ সমতায় রেখেছিল ম্যানসিটি। অবশ্য এদিন গোটা ম্যাচে আধিপত্য ধরে রাখার চেষ্টা পুরোদমে করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। গোটা ম্যাচের প্রায় ৬৮ শতাংশ সময়ে বল নিজেদের দখলে রেখেছিল সিটি। এছাড়া ৯টি অনটার্গেট শটসহ মোট ৩৩ বার গোলের উদ্দেশ্যে শট নেয় তারা।

এর আগে গেল সপ্তাহে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচেও রিয়ালের ডেরায় ৩-৩ ব্যবধানে ম্যাচ ড্র করেছিল ম্যানচেস্টার সিটি। এবার টাইব্রেকারে হেরে বিদায় হলো সিটিজনদের। তবে ম্যাচ হারালেও কোন অনুশোচনা নেই সিটির মাস্টারমাইন্ড পেপ গার্দিওলার। বরং ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন এই স্প্যানিশ কোচ।

এদিন কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষে গার্দিওলা হারের জন্যে ভাগ্যকে দুষলেন। তিনি বলেন, ‘আমরা যা করেছি তা নিয়ে কোনো অনুশোচনা নেই। সব সময় বেশি বেশি সুযোগ তৈরির চেষ্টা করেছি। কারণ এভাবে জেতা যায় বলে বিশ্বাস করি এবং আমরা সব রকম চেষ্টাই করেছি। প্রতিটি বিভাগেই আমরা দারুণ খেলেছি কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি।’

টাইব্রেকারে প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হন সিটির সিলভা ও কোভাচিচ। তাদের নেয়া শট রুখে দেন রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিন। গার্দিওলা বলেন, ‘বার্নার্দো (টাইব্রেকারে) শট নিতে চেয়েছিল। সে নির্ভরযোগ্য খেলোয়াড় এবং ওভাবেই শটটি নেওয়ার সিদ্ধান্ত নেয়। ম্যাচে সে দারুণ খেলেছে! কিন্তু এমনটি হতেই পারে।’

গেল মৌসুমে ট্রেবল শিরোপা জিতেছিল ম্যানসিটি। এবারও সম্ভাবনা জাগিয়ে ছিল টানা দ্বিতীয়বারের মতো ট্রেবল জয়ের। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়ে শেষ হলো সেই সম্ভাবনা। এখন সিটিজেনদের লক্ষ্য আগামী শনিবার এতেকাফে চেলসির বিপক্ষে শেষ চারের লড়াই। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ ম্যাচ বাকি থাকতে ২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে তালিকার শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে কে কার মুখোমুখি

ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৪/এফএএস  

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল