Connect with us
অন্যান্য

প্যারিস অলিম্পিক: আজ পুলে নামবেন বাংলাদেশের সাঁতারু রাফি

Olympic rafi
প্যারিস অলিম্পিকে আজ পুলে নামবেন বাংলাদেশের সাঁতারু রাফি

ধীরে ধীরে জমে উঠছে প্যারিস অলিম্পিকের পদক জয়ের লড়াই। যদিও অলিম্পিকে অংশ নিলেও এই পদকের রেসের আশেপাশে থাকে না বাংলাদেশ। অনেক বছর পেরিয়ে গেলেও আজও লাল-সবুজের পতাকার পাশে কোনো পদকের দেখা মেলেনি। এবার বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদ গেছেন অলিম্পিকে।

এই ৫ জনের মধ্যে আর্চার সাগর ইসলাম ছাড়া বাকিরা ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে প্যারিস অলিম্পিকে গিয়েছেন। তাদের মধ্যে সাঁতারু সামিউল ইসলাম রাফি পুলে নামবেন আজ। প্যারিসের লা ডিফেন্স অ্যারেনায় বিকাল তিনটায় শুরু হবে ১০০ মিটার ফ্রি স্টাইলের বাছাই।

বাংলাদেশ থেকে যারাই অলিম্পিক গেমসে যান, সবার স্বপ্ন থাকে নিজের সেরাটা দিয়ে স্মরণীয় হয়ে থাকার। বড়ো রকমের স্বপ্ন সেখানে কমই থাকে। সাঁতারে সামিউল ইসলাম রাফি নিজের সামর্থ্য সম্পর্কে সচেতন আছেন। তাই বড়ো স্বপ্ন আগে থেকেই দেখাচ্ছেন না। ঢাকায় থাকতেই বাস্তববাদী ছিলেন। প্যারিসে গিয়েও চিন্তাভাবনায় পরিবর্তন হয়নি। আজ ছেলেদের ১০০ মিটার ফ্রি স্টাইলের বাছাইয়ে নামবেন।

প্যারিসে পা রেখে অনুশীলন করেছেন অলিম্পিক ভেন্যু লা ডিফেন্স অ্যারেনার পুলেই। জলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেস্টার ত্রুটি রাখেননি। প্যারিস অলিম্পিকে যাওয়ার আগে থাইল্যান্ডে দীর্ঘমেয়াদে অনুশীলনে ছিলেন। সেখানে বয়সভিত্তিক প্রতিযোগিতায় তার সেরা টাইমিং ছিল ৫৩ দশমিক ১২ সেকেন্ড। এবার সেটাকে টপকাতে চাইছেন। ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে অলিম্পিকে যাওয়া ১৯ বছরের এই সাঁতারু দেশে জাতীয় আসরে ৭টি সোনার পদক জিতেছিলেন।

আরও পড়ুন:

বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে কতটা উদ্বিগ্ন আইসিসি?

ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য