Connect with us
অন্যান্য

প্যারিস অলিম্পিক: তৃতীয় দিনে মেডেল তালিকার শীর্ষে ফিরলো চীন

Crifo Olympic Gold
তৃতীয় দিনে মেডেল তালিকার শীর্ষে ফিরলো চীন

তৃতীয় দিনে মেডেল তালিকার শীর্ষে ফিরেছে চীন। এই দিন আগের তিনটির সঙ্গে আরো দুটি স্বর্ণ পদক যোগ করেছে তারা। এই নিয়ে ৫ স্বর্ণ নিয়ে শীর্ষে তারা। চারটি স্বর্ণ নিয়ে দ্বিতীয়স্থানে জাপান।

এদিকে প্যারিস অলিম্পিকের প্রথম তিন দিনে এশিয়ানদের জয় জয়কার। পদক তালিকার শীর্ষে উঠতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে চীন জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। দ্বিতীয় দিনে কিছুটা ব্যাকফুটে ছিলো চীন। তবে শ্যুটিং ও ডাইভিংয়ে আরো দুটি স্বর্ণ যোগ করেছে নিজেদের মেডেল টালিতে।

ছেলেদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন চীনের লিয়ান-ইয়াং জুটি। অন্যদিকে ১০ মিটার এয়ার রাইফেলে গোল্ড মেডেল গলায় ঝুলিয়েছেন শেং লিহাও। তৃতীয় দিনে ৫টি স্বর্ণসহ ৯ পদক জিতে শীর্ষে আছে চীন।

৪টি স্বর্ণ পদকসহ আট পদকে দ্বিতীয়স্থানে জাপান। তাদের পরেই আছে দক্ষিণ কোরিয়া ও জাপান। দুই দেশই জাপানের সমান চারটি করে স্বর্ণ জিতলেও মোট পদক তালিকায় তারা আছে তৃতীয় ও চতুর্থস্থানে।

আরও পড়ুন:

অলিম্পিকে স্বর্ণ জিতেছেন ১৬ বছর বয়সী ক্রীড়াবিদ

ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য