Connect with us
অন্যান্য

প্যারিস অলিম্পিক: ব্রাজিলকে আনন্দে ভাসালো ১৬ বছরের কিশোরী

Crifo Brazil Olympic
অলিম্পিকে পদক এনে ব্রাজিলকে আনন্দে ভাসালো ১৬ বছরের রাইসা

সময়টা খুব একটা ভালো কাটছে না ব্রাজিল সমর্থকদের। যার কারণ গেল কয়েক বছর ধরে ফুটবলে তাদের অধঃপতন। তবে এবার কিন্তু দেশটির মানুষেরা ঠিকই পেয়েছে উদযাপনের মুহুর্ত। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকে দেশটির এক অ্যাথলিট যে পদক পেয়েছে। যে কারণে বেশ উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকরা। তিনি আর কেউ নন, ১৬ বছরের কিশোরী রাইসা।

গত রোববার নারীদের স্ট্রিট স্কেট বোর্ডিং ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ব্রাজিলের ১৬ বছর বয়সী কিশোরী রাইসা লিল। ব্রাজিলের এই উচ্ছ্বসিত মানুষদের মতো, ফিল্ডেও তার নাম নিয়ে জয়ধধ্বনি করেছেন হাজার হাজার সমর্থক। নিজের এই অর্জনে ভীষণ উচ্ছ্বসিত খোদ লিল নিজেও।

তিনি বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না, মাত্র ১৬ বছর বয়সে আমার দুইটা অলিম্পিক পদক আছে। যেখানে, বড় বড় মানুষ সারাজীবনই কাঁটিয়ে দেন একটি অলিম্পিক পদলের আশায়। আমার অনুভূতি আসলে, বলে বোঝানো সম্ভব না। আমি এখন বুঝতে পারছি, একটি অলিম্পিকের পদকের মূল্য কতোটুকু। আমি অনেক চিন্তিত ছিলাম। কিন্তু ফিল্ডে এসে এতো সমর্থককে অনেকটা শান্তি অনুভব করেছি। দর্শকরাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।”

আরও পড়ুন:

» আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে দুঃসংবাদ পেলেন আইরিশ ক্রিকেটার

» প্যারিস অলিম্পিক: আজ পুলে নামবেন বাংলাদেশের সাঁতারু রাফি

১৬ বছর বয়সী লিল ইতোমধ্যেই নিজের ক্যারিয়ারে অর্জন করেছেন দুইটি অলিম্পিক পদক। যার একটি চলমান অলিম্পিকে এবং অপরটি ছিল টোকিও অলিম্পিকে। গত রোববার স্ট্রিট স্কেটবোর্ডিং শুরুর দিকে খানিকটা হোঁচট খেলেও মাঝপথে ঠিকই দারুণ পারফর্ম্যান্স দেখান লিলে। যে কারণে স্বর্ণ, কিংবা রৌপ্য না জিতলেও ব্রোঞ্জ পদকটি ঠিকই পেয়েছেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৩০জুলাই২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য