Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে আজ ইতিহাস বদলাতে পারবে শ্রীলংকা?

pakistan vs Sri lanka
বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ৮ বারের দেখায় কোন জয়ের মুখ দেখিনি শ্রীলংকা।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলংকা। ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এর আগে কোন জয় পায়নি শ্রীলংকা। তবে এই পরিসংখ্যানের দিকে না তাকিয়ে শুধুমাত্র জয়ের দিকেই নজর দিচ্ছে লঙ্কাররা। আজ হারাতে পারলে প্রথমবার হারানোর ইতিহাস গড়বে।

ওডিআই বিশ্বকাপ হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। আর এই ইভেন্টে এখন পর্যন্ত ৮ বারের দেখায় কোন জয়ের মুখ দেখিনি শ্রীলংকা। যার একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে থাকলেও তার দিকে তাকাচ্ছে না লঙ্কানরা। আসরের প্রথম ম্যাচ হারার কারণে আজ জয়ের বিকল্পও দেখছে না তারা।

হায়দারবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

আসরের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনেক বড় ব্যবধানে হারে শ্রীলংকা। সেদিন লংকানদের বোলিংটা তেমন সুবিধার হয়নি। তাই আজ বোলিংয়ের দিকে আলাদা নজর থাকবে তাদের। বোলিং শক্তিশালী করতে একাদশে ফিরছেন স্পিনার মহেশ থিকসানা।

অপরদিকে পাকিস্তান তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করে জয় দিয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে খুব সহজেই জয় তুলে নেয় তারা। আজ একই মাঠে তারা শ্রীলংকার মুখোমুখি হবে। এতে কিছুটা সুবিধা পাবে তারা।

তবে টপ অর্ডার নিয়ে কিছুটা ভুগছে পাকিস্তান। দলকে ভালো শুরু এনে দিতে পারছে না ফখর-ইমাম জুটি। তাছাড়াও বাবর আজমও তেমন ভালো ছন্দে নেই। তাই আজকের ম্যাচ দিয়ে টপ অর্ডারের দুর্বলতা কাটিয়ে করতে চাইবে তারা।

আরও পড়ুন: এবার ধর্মশালার আউটফিল্ডকে ‘বাজে’ বললেন ইংল্যান্ডের অধিনায়ক

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৩/এমটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট