Connect with us
ক্রিকেট

হৃদয়-সাকিবদের বিরুদ্ধে পাকিস্তান শাহিন্সের শক্তিশালী দল ঘোষণা

crifo BD a team
হৃদয়-সাকিবদের বিরুদ্ধে পাকিস্তান শাহিন্সের শক্তিশালী দল ঘোষণা

সিনিয়র ক্রিকেটারদের মতো বাংলাদেশ এ দলও পাকিস্তান সফরে রয়েছে। রাওয়ালপিন্ডিতে টাইগাররা যখন টেস্ট জয়ের জন্য লড়ছে, তখন পাকিস্তান শাহিন্সের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এ দল। এই সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান শাহিন্স।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছে বাংলাদেশ-এ দল। দুইটি ৪ দিনের ম্যাচ শেষের পর এবার ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান শাহীন্সের বিপক্ষে। এরই প্রেক্ষিতে পাকিস্তান বোর্ডের শক্তিশালী দল ঘোষণা।

আগের দুইটি ৪ দিনের ম্যাচের দুইটিতেই কোন ফলাফল আসেনি, বৃষ্টি বাধা থাকায় দুইটি ম্যাচের ফলাফলই আসে ড্র, এতে ট্রফি ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকেই। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:

» সাকিব-মিরাজের বোলিং ঘূর্ণিতে জয়ের আশা বাংলাদেশের

» মেসি নেই মাঠে, সুয়ারেজে ভর করে প্লে অফ নিশ্চিত মায়ামির

ওয়ানডে সিরিজে পাকিস্তানের হয়ে দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা ১২ ক্রিকেটারকেই।

দলের অন্যান্য সদস্যরা হলেন- আব্দুল ফাসিহ, আরাফাত মিনহাজ, আজান আওয়াইস, ফয়সাল আকরাম, হাসিবউল্লাহ, জাহানদাদ খান, মেহরান মুমতাজ, আব্বাস আফ্রিদি, ইরফান খান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুবাসিদ খান, ওমাইর বিন ইউসুফ ও উসমান খান।

পক্ষান্তরে বাংলাদেশ এ দলের নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয় এবং তার সাথে সফরে আছেন, অভিজ্ঞ এনামুল হক বিজয়, হাসান মুরাদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, রেজাউর রহমান রাজা, রিশাদ হোসেন, রুয়েল মিয়া, সাইফ হাসান, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।

আগামীকাল ২৬ তারিখ অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ ও ৩০ আগস্ট। পাকিস্তান ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার এই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ইসলামাবাদে।

ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট