Connect with us
ক্রিকেট

সাকিব-মিরাজের বোলিং ঘূর্ণিতে জয়ের আশা বাংলাদেশের

গতকাল রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনের খেলা শেষে যেমনটা বলেছিলেন মেহেদী হাসান মিরাজ, অনেকটা তেমনই ঘটছে আজ। শেষ দিনের প্রথম সেশনে দ্রুত উইকেট তুলে নিয়ে জয়ের পথে হাঁটার কথা বলেছিলেন এই টাইগার অলরাউন্ডার। আজ পঞ্চম দিনের প্রথম সেশনে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে সেই পথেই হাটছে বাংলাদেশ।

আজ রোববার (২৫ আগস্ট) পিন্ডি টেস্টে ২৩ রান ও ৯ উইকেট হাতে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসের খেলায় মাঠে নেমেছিল পাকিস্তান। বাংলাদেশের থেকে ৯৪ রানের পিছিয়ে থেকে দিনের প্রথম সেশন শুরু করে তারা। তবে প্রথম সেশন শেষে এখনও ৯ রানে পিছিয়ে থাকা পাকিস্তানের সংগ্রহ ১০৮ রানে ৬ উইকেট। শেষ দিকে সাকিব আল হাসান ও মেহেদী মিরাজের বোলিং নৈপুণ্যে জয়ের সত্য আশা দেখছে বাংলাদেশ।

এদিন ২৬তম ওভারে বাবর আজমকে আউট করে আব্দুল্লাহ শফিকের সঙ্গে তার গড়ে ওঠা জুটি নাহিদ রানা ভেঙে দেন। ২২ রান করে বাবর সাজঘরে ফিরলে উইকেটের অপর প্রান্ত থেকে চেপে ধরেন অলরাউন্ডার সাকিব আল হাসান। পরের ওভারেই উইকেটে আসা নতুন ব্যাটার সাউদ শাকিলের উইকেট তুলে নেন তিনি।

২৭তম ওভারের শেষ বলে সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হন শাকিল। এগিয়ে এসে স্ট্রোক করার চেষ্টা করলে লাইন মিস করে যান বলের। উইকেটের পেছনে থাকা লিটন কুমার দাস নিরাপদ গ্লাভসে বল ধরে স্টাম্পিং করে দেন সহজেই। এরপর ব্যাটিংয়ে আসেন মোহাম্মদ রিজওয়ান। ওপেনার আবদুল্লাহ শফিকের সঙ্গে জুটি বাধার চেষ্টা করেন দ্রুত রান তোলার মধ্য দিয়ে।

তবে এখন পর্যন্ত ইনিংসে পাকিস্তানের সর্বোচ্চ রান করা আব্দুল্লাহ শফিকের উইকেট তুলে নিয়ে এই জুটিও বেশি বড় হতে দেননি সাকিব। ৩৩তম ওভারের শেষ বলে আউট করেন এই ওপেনার ব্যাটারকে। শফিক এগিয়ে এসে বড় শট হাকানোর চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন। সাকিবের বল কিছুটা আঘাত করে ব্যাটের উপরের অংশে। কাভারে থাকা ফিল্ডার লুফে নেন সহজ।

এরপর উইকেট শিকারে যোগ দেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারেই আঘা সালমানকে প্রথম বলে সাজঘরে ফেরান তিনি। আউটসাইড এডজ হয়ে স্লিপে ধরা দেন সালমান। দারুণ একটি ক্যাচ তালু বন্দি করেন শরিফুল ইসলাম। এরপর ১১১ রানে ৬ উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরেই শাহীন শাহ আফ্রিদির উইকেট তুলে নেন মিরাজ। এলবিডাব্লিউ এর ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেট তোলেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ৪৪৮/৬ (ডি.), ১১৬/৭ (৩৯.৪)

বাংলাদেশ : ৫৫৬/১০

আরও পড়ুন: বন্যার্তদের পাশে থাকার বার্তা দিলেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট