Connect with us
অন্যান্য

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন টেনিসের ‘ব্যাডবয়’ নিক কিরগিওস

নিক কিরগিওস। ছবি- গুগল

কোর্টে নামার আগেই অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন টেনিসের ‘ব্যাডবয়’ নিক কিরগিওস। হাঁটুর চোট নিয়ে এবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেছেন কিরগিওস।

এদিকে কোর্টে না নেমেই বিদায় নেওয়ায় টেনিসের ব্যাডবয় হিসেবে পরিচিত কিরগিওস সমর্থকদের হতাশ করেছেন। প্রখর মেজাজি খেলোয়াড় হিসেবে প্রতিপক্ষের কাছে বিপদজনক হয়ে উঠলেও কিরগিওস অস্ট্রেলিয়ানদের কাছে অনেক জনপ্রিয়।

নিজের ক্যারিয়ারে একবার গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে খেলেছেন তিনি। গত বছর উইম্বলডন ফাইনালে অবশ্য শেষ পর্যন্ত নোভাক জকোভিচের কাছে জিততে পারেননি কিরগিওস।

ঘরের মাঠে খেলার জন্য মুখিয়ে ছিলেন তিনি কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে কিরগিওস হাঁটুর চোটে পড়েন। বিষয়টি তার নিজের জন্য অবশ্যই হতাশাজনক।

আরও পড়ুন: ৬২ বছর পর এমন লজ্জায় মুখোমুখি লিভারপুল

ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য